Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু চ্যাম্পের ১০ম দিনের চমক


৭ এপ্রিল ২০১৯ ২১:২৪

ঢাকা: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পের ১০ম দিনে ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদদের অংশগ্রহণে এই জায়ান্ট টুর্নামেন্টের আপডেট দেয়া হলো নিচে।

রোববার (৭ এপ্রিল) ক্রিকেটে পুরুষ বিভাগের ১ম পর্বের খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ৭ উইকেটে পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি ৮ উকেটের ব্যবধানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে।

বিজ্ঞাপন

বাস্কেটবলে পুরুষ বিভাগের সেমি ফাইনাল খেলা ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৬৭-২৬ সেটে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় ৬৪-৫০ সেটে নটরডেম ইউনিভার্সিটিকে পরাজিত করে।

হ্যান্ডবলে পুরুষ বিভাগের সেমি ফাইনাল খেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯-৫ সেটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে।

 

ভলিবলে পুরুষ বিভাগের ১ম পর্বের খেলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২-০ সেটে বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিকে, ড্যাফোডিল ইনটারন্যাশনাল ইউনিভার্সিটি ২-০ সেটে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে, ফারইস্ট ইউনিভার্সিটি ২-০ সেটে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ২-০ সেটে পিপলস ইউনিভার্সিটিকে পরাজিত করে।

ব্যাডমিন্টনে পুরুষ (একক) বিভাগের নক আউট পর্বের খেলা আজকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় গ্রিন ইউনিভার্সিটি ২-০ সেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ২-০ সেটে ঢাকা বিশ্ববিদ্যালয়কে, ড্যাফোডিল ইনটারন্যাশনাল ইউনিভার্সিটি ২-০ সেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২-০ সেটে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে।

২৯ মার্চ থেকে ১৭ এপ্রিল- ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং ও ব্যাডমিন্টনসহ ১০টি ইভেন্টের সমন্বয়ে প্রথম বছরের প্রথম আসরে দেশের মোট পয়ষট্টিটি (৬৫) বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর