Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আউট ছিলেন কী মেহেদি?


৮ এপ্রিল ২০১৯ ১৬:২৩

গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারের কথা। মোস্তাফিজের অফস্ট্যাম্পের বাইরের বল ওপেনার মেহেদি হাসান ব্যাট চালালে উইকেটেরে পেছনে বল যায়। শাইনপুকুর আবেদন জানালে আম্পায়ার মাথা নাড়িয়ে না বলে দেন। এরপর পয়েন্ট, গালি, শর্ট লেগ, লং অন, উইকেটের পেছন থেকে ফিল্ডাররা একসঙ্গে জড়ো হয়ে আউটের আবেদন করেন।

আম্পায়ারকে ঘিরে রেখেছিলেন মোস্তাফিজসহ ৬-৭ জন ফিল্ডার। তাদের সম্মিলিত আবেদনে হঠাৎ আঙুল তুলে দেন আম্পায়ার। নন স্ট্রাইক প্রান্তে থাকা শামসুর রহমান আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করলেও লাভ হয়নি। তখন ক্রিজ ছাড়তে নারাজ ব্যাটসম্যান মেহেদি।

বিজ্ঞাপন

দীর্ঘ সময় পর আম্পায়ার আউট দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লেগ আম্পায়ারের সঙ্গে কোনো কথাও বলেননি আম্পায়ার। এ সিদ্ধান্তের পর তেঁতে উঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ডাগ আউট । ড্রেসিং রুম থেকে বেরিয়ে প্রতিবাদ করেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন সহ অন্যরা।

আউটের সিদ্ধান্ত আম্পায়ার দিতেই পারেন। প্রথম দেখায় আউট দিলে কোনো বিতর্কের সৃষ্টি হতো না। শাইনপুকুরের জোরালো আবেদনে সময় নিয়ে আউট দেওয়াতেই যত বিপত্তি। পাশাপাশি লেগ আম্পায়ারের সঙ্গে পরামর্শ না করাতে তৈরি হয় ধ্রুমজাল।

সোমবার (৮ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা শাইনপুকুর ক্রিকেট ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলিং তোপে ৪৮ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ১৭৭ রান।

১৭৮ রানের লক্ষ্য মাত্রা খেলতে নামা গাজী ক্রিকেটার্সের ব্যাটিং ইনিংসের ২২তম ওভারে হানা দেয় বৃষ্টি। এর আগে ২১.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১০৬ রান।

বিজ্ঞাপন

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সুপার লিগে যেতে শাইনপুকুরের বিপক্ষে গাজী গ্রুপের এই ম্যাচটিতে জয়ের কোনো বিকল্প নেই। কেননা এই ম্যাচটি হেরে গেলে লিগ পর্বে ১০ ম্যাচ থেকে পয়েন্ট হবে ৮। শেষ ম্যাচে জিতলেও ১১ ম্যাচ থেকে তাদের মোট পয়েন্ট হবে ১০। যা দিয়ে আক্ষরিক অর্থেই শেষ ছয়ে খেলা সম্ভব নয়।

কারণ, সমান সংখ্যক পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে থাকা মোহামেডান আজকের ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে জয় পেলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১০। আর শেষ ম্যাচটিও নিজেদের করে নিতে পারলে পয়েন্ট গিয়ে দাঁড়াবে ১২ তে। যদি ওই ম্যাচটি তারা হেরে যায় এবং কোচ সালাহউদ্দিনের শিষ্যরা জিতে যায় তাহলে মোহামেডানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে হেরে যাওয়ায় এগিয়ে থাকবে মোহামেডানই।

এছাড়াও গাজী ক্রিকেটার্সের শেষ ছয়ের পথে বাধ সাধতে পারে শাইনপুকুর ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। কেননা গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শাইনপুকুর এই ম্যাচটি জিতলেই তাদের পয়েন্ট হবে ১১। শেষ ম্যাচে তারা মোকাবেলা করবে খেলাঘর সমাজ কল্যানকে। সেখানেও জিতলে পয়েন্ট গিয়ে দাঁড়াবে ১৩তে। আর ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে থাকা শেখ জামাল শেষ ম্যাচটি জিতলে তাদের পয়েন্ট হবে ১২।

আর গাজী গ্রুপ যদি এই ম্যাচ জিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে শেষ ম্যাচটিও নিজেদের করে নিতে পারে তাহলে তাদেরও পয়েন্ট হবে ১২। কিন্তু মুখোমুখি লড়াইয়ে শেখ জামাল জয় পাওয়ায় তারা উঠে যাবে শেষ ছয়ে। মোটাদাগে লিগ পর্ব শেষে গাজী গ্রুপের পয়েন্ট ১২ হলেও অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

গাজী ক্রিকেটার্স ডিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর