না ফেরার দেশে চলে গেলেন স্বর্ণজয়ী শ্যুটার জনি
৯ এপ্রিল ২০১৯ ১৯:৪৪ | আপডেট: ৯ এপ্রিল ২০১৯ ১৯:৫২
ঢাকা: যুক্তরাষ্ট্র প্রবাসী সাউথ এশিয়ান গেমসের (এসএ) শুটিংয়ে স্বর্ণপদক জয়ী এক সময়ের খ্যাতিমান শ্যুটার নাসিরউদ্দিন জনি আর নেই। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হে রাজিউন)।
সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন চট্টগ্রামের এই ক্রীড়াবিদ। তার বয়স হয়েছিল ৫২ বছর।
শ্যুটিং ক্যারিয়ার শেষে ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে স্বস্ত্রীক পাড়ি জমান তিনি। জনির সহধর্মিনী দেশের আরেক শ্যুটার সাবরিনা রহমান সাগর। প্রায় ২০ বছর ধরে এই দম্পতি দেশটিতে বসবাস করছেন। মাঝেমধ্যে নাড়ীর টানে ফিরে আসেন দেশে।
ক্যারিয়ারজুড়ে অনেক সাফল্য নাসিরউদ্দিন জনির ঝুলিতে। ১৯৯৩ সালে ঢাকায় ও ১৯৯৫ সালে মাদ্রাজের এস গেমসে (তখন নাম ছিল সাফ গেমসে) স্বর্ণ জিতেছিলেন এই খ্যাতিমান শ্যুটার। তাছাড়া এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসেও লাল-সবুজদের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
সারাবাংলা/জেএইচ