আগুয়েরোর পেনাল্টি মিস: টটেনহ্যামের ‘সিটি’ জয়
১০ এপ্রিল ২০১৯ ০৪:২৯
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের মাঠে প্রতিপক্ষ লীগ টেবিলের ২য় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে। ম্যাচ শুরুর আগেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে পরিসংখ্যান। কারণ ইউরোপিয়ান কোন টুর্নামেন্টে ইংলিশ কোন ক্লাবের বিপক্ষে জিততে পারে নি ম্যানচেস্টার সিটি।
ইতিহাসকে হারাতে পারে নি পেপ গার্ডিওলা শিষ্যরা মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে শেষ আটের প্রথম লেগের ম্যাচে টটেনহ্যাম স্পারের বিপক্ষেও। ফলাফল টটেনহ্যাম হটস্পারের ১-০ গোলের জয়।
ম্যাচের শুরু থেকেই দুই দল চেষ্টা করে প্রাধান্য বিস্তার করে খেলার। ম্যাচে প্রথম গোলের সুযোগ পায় বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকা (৪১ শতাংশ) টটেনহ্যাম। কিন্তু অষ্টম মিনিটে পাওয়া সেই সুযোগ হাতছাড়া করেন ডেলে আলি। ম্যাচের ১২ মিনিটের সময় টটেনহ্যামের ডি-বক্সে স্টার্লিং এর শটে হ্যান্ডবল করার কারণে ইংলিশ ফুলব্যাক ডেনি রোজ হলুদ কার্ডের শাস্তি পান। ভিআর এর সাহায্য নিয়ে সেই হ্যান্ডবলের কারণেই পেনাল্টি পায় ম্যানচেস্টার সিটি।
পেনাল্টি থেকে শট নেয় ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। কিন্তু সেই শট বাম দিকে ঝাঁপিয়ে রুখে দেন টটেনহ্যামের ফ্রেঞ্চ গোলরক্ষক হুগো লরিস।
ম্যাচের ৫৮তম মিনিটে ইংলিশ তারকা স্ট্রাইকার হ্যারি কেইন অ্যাংকেল ইনজুরির কারণে মাঠ ছাড়লে কিছুটা পিছিয়ে পড়ে টটেনহ্যাম।
আক্রমণ-পালটা আক্রমণের পরেও ম্যাচ যখন এগিয়ে যাচ্ছিলো গোলশূন্য ড্র এর ফলাফলের দিকে ঠিক তখনই ৭৯ তম মিনিটে গোলের দেখা পায় টটেনহ্যাম। দলের ইংলিশ তারকা মিডফিল্ডার এরিকসেচের ক্রস ধরে সিটি ডিফেন্ডারদের পরাস্ত করে কোনাকুনি শটে বল জালে জড়ান দক্ষিণ কোরিয়ার সন হিয়ুং-মিন।
শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধানেই শেষ হয় দুই দলের প্রথম পর্বের খেলা। ১৭ এপ্রিল ম্যানচেস্টার সিটির মাঠে পরের পর্বের খেলা অনুষ্ঠিত হবে যেখানে ২-০ গোলের ব্যবধানে জিততে হবে গার্ডিওলা শিষ্যদের সেমিফাইনালে উঠতে হলে।
টটেনহ্যাম হটস্পার ইউরোপিয়ান টুর্নামেন্টের ইতিহাসে যতবার প্রথম পর্বের ম্যাচ জিতেছে ততবারই পরের রাউন্ডে গেছে। তাই মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা দ্বিতীয় পর্বের ম্যাচের কিছুটা আশাবাদী হতেই পারে সেমিফাইনালে খেলার বিষয়ে।
কিন্তু সেই ম্যাচের পূর্বে আবারো সেই পুরনো প্রশ্ন। গার্ডিওলা শিষ্যরা কি পারবে ইংলিশ দলের বিপক্ষে ইউরোপিয়ান লীগে নিজেদের জয়ের খরা ঘুচাতে?
সেই উত্তর জানতে সকলের নজর এখন তাই ১৭ এপ্রিল ম্যানচেস্টার সিটির মাঠের দিকেই।
সারাবাংলা/এসবি
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগ টটেনহ্যাম হটস্পার ম্যানচেস্টার সিটি