আত্মঘাতী গোলে রেড ডেভিলসদের হারালো বার্সা
১১ এপ্রিল ২০১৯ ০৪:২১
ইউরোপীয় ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে অবশেষে জয় খরা কাটাতে পেরেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে গেল কাতালানরা। শেষ আটের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে মেসির দলটি। ইংলিশ ক্লাবটির ঘরের মাঠে স্বাগতিকদের বিপক্ষে আগের চারবারের দেখায় দুবার হেরেছিল বার্সা, বাকি দুটি ড্র হয়েছিল।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ছিল স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দল বার্সেলোনা। প্রথমার্ধের দ্বাদশ মিনিটের ইংলিশ ফুলব্যাক লুক শ’র আত্মঘাতী গোলে ০-১ গোলে রেড ডেভিলস খ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে এরনেস্তো ভালভারদের বার্সেলোনা। এই জয়ের সঙ্গে বার্সেলোনা ঘুচিয়েছে ওল্ড ট্রাফোর্ডে কখনো জয়ী হতে না পারার আক্ষেপও।
ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক থেকে কাউন্টার অ্যাটাকে আক্রমণ করার পরিকল্পনায় খেলতে থাকে ওলে গানার সুলশারের শিষ্যরা। কিন্তু তাতেও বেশিক্ষণ নিজেদের গোলবার নিরাপদে রাখতে পারেনি দলটি। ম্যাচের দ্বাদশ মিনিটের সময়ে অফসাইডের ফাঁদ ভেঙে মেসির চিপ শটে উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজের নেয়া হেড লুক শ’র গায়ে লেগে গোললাইন অতিক্রম করে যায়। ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায় সেই এক গোলেই। লাইনসম্যান এই সময়ে অফসাইডের পতাকা তুললেও ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।
ম্যাচের বাকি সময় প্রতি-আক্রমণে খেলার চেষ্টা করলেও আক্রমণভাগের ব্যর্থতায় আর গোল পাওয়া হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। পুরো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি দলটির ফরোয়ার্ড লাইনের কেউই।
অপরদিকে সুয়ারেজ, কৌতিনহো দুইটা ভালো সুযোগ পেলেও স্কোর করতে না পারায় ব্যবধান আর বাড়াতে পারেনি বার্সেলোনা।
১৬ই এপ্রিল ফিরতি পর্বের খেলা হবে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে। সেখানে গোলশূন্য ড্র করলেও শেষ চারের টিকিট নিশ্চিত হয়ে যাবে মেসি, সুয়ারেজদের দলের। কিন্তু প্রতিপক্ষ দলের নাম যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেড তাই নিশ্চিতভাবেই বলা যায় ঘরের মাঠে সম্পূর্ণ সেরাটা দিয়েই সেমিফাইনালে উঠতে হবে বার্সেলোনাকে।
সারাবাংলা/এসবি