Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ রাউন্ডে জিতলো শাইনপুকুর


১১ এপ্রিল ২০১৯ ১৭:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল ২০১৯) শেষ রাউন্ডে বৃষ্টি আইনে খেলাঘরকে ১৫ রানে হারিয়েছে শাইনপুকুর। তাতে অবশ্য দুই দলের কেউই সুপার সিক্সে উঠতে পারেনি। আগে ব্যাট করতে নেমে খেলাঘর ৪৮.২ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ১৯০ রান। জবাবে, ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে শাইনপুকুর ১৬৫ রান তোলার পর দ্বিতীয়বার বৃষ্টি নামে। পরে আর কোনো বল মাঠে না গড়ালে বৃষ্টি আইনে জয়ী ঘোষণা করা হয় শাইনপুকুরকে।

খেলাঘরের হয়ে সর্বোচ্চ ৪০ রান আসে আট নম্বরে নামা মাসুম খানের ব্যাট থেকে। এছাড়া, উইকেটরক্ষক ব্যাটসম্যান শাহরিয়ার কমল ২২, দলপতি অমিত মজুমদার ৩৭, মেনারিয়া ১৫, মইনুল ইসলাম ১৫, রবিউল হক ২২ রান করেন। শাইনপুকুরের হয়ে দেলোয়াড় হোসেন তিনটি, হামিদুল ইসলাম দুটি, আফিফ হোসেন দুটি, রাকিবুল হাসান একটি আর টিপু সুলতান একটি করে উইকেট পান।

বিজ্ঞাপন

সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শাইনপুকুরের ভারতীয় ওপেনার উন্মুখ চাঁদ করেন ৩৪ বলে ছয়টি বাউন্ডারিতে ৩৪ রান। দলপতি আফিফ হোসেন ১ রানে বিদায় নেন। মাঝে তৌহিদ হৃদয় ১০ আর অমিত হাসান ১০ রান করেন। এরপর শুরু হয় বৃষ্টি। তখন ২৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে শাইনপুকুর তুলেছিল ১২৩ রান। বৃষ্টি থামলে আবারো ম্যাচ শুরু হয়। আরেক ওপেনার সাদমান ইসলাম ১১২ বলে ৪টি চার আর একটি ছক্কায় করেন ৬৪ রান। ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে শাইনপুকুর তোলে ১৬৫ রান। এরপর আবারো হানা দেয় বৃষ্টি। মাঠে আর কোনো বল গড়ায়নি।

ধীমান ঘোষ ৪৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। মাঝে দেলোয়াড় হোসেন ৩ রানে বিদায় নেন। রাকিবুল হাসান ১ রানে অপরাজিত থাকেন। খেলাঘরের রবিউল ইসলাম এবং মইনুল ইসলাম দুটি করে উইকেট পান।

৬৬ ম্যাচ শেষে সুপার সিক্স নিশ্চিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ (২০ পয়েন্ট), আবাহনী (১৬ পয়েন্ট), প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (১৬ পয়েন্ট), প্রাইম দোলেশ্বর (১৪ পয়েন্ট), মোহামেডান (১২ পয়েন্ট) এবং শেখ জামাল (১২ পয়েন্ট)। সাত থেকে দ্বাদশ হয়ে মৌসুম শেষ করলো যথাক্রমে শাইনপুকুর, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স, খেলাঘর, বিকেএসপি এবং উত্তরা স্পোর্টিং ক্লাব।

সারাবাংলা/এমআরপি

ডিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর