Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুইয়ে চোখ রংপুরের


৪ ডিসেম্বর ২০১৭ ১২:০০

সারাবাংলা প্রতিবেদক

কঠিন সমীকরণের সামনে থাকা মাশরাফিরা খুলনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শেষ চারে পা রেখেছে। এতে স্বস্থিতে ফিরেছে রংপুর শিবিরে। তবে, এখানেই থামতে চাননা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পরের ম্যাচ জিতে অবস্থান করে নিতে চান পয়েন্ট টেবিলের দুইয়ে।

মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের ৩৮ তম ম্যাচে খুলনাকে ১৯ রানে হারিয়েছে কোচ টম মুডির শীষ্যরা।

যার কাঁধে ভর করে তিনটি বিপিএল শিরোপা এসেছে সেই মাশরাফিই চান প্রথম কোয়ালিফায়ারে নিজেদের রাখতে, ‘ভালো খবর হচ্ছে, আমরা সেরা চারে আছি। একটা সুযোগ ছিল শীর্ষ দুইয়ে থাকার। সেটা হয়নি। অবশ্য এখনো আমাদের হাতে সুযোগ আছে।’

রংপুর রাইডার্সের পরবর্তী একমাত্র ম্যাচটি সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্রথম প্লেঅফ নিশ্চিত করেছে কুমিল্লা। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ঢাকা ও খুলনা। এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যাশের রংপুর। তাই ঢাকার বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।

ম্যাশের কথায়, ‘ঢাকার বিপক্ষে ম্যাচটা জিততে পারলে আমাদের সামনে সুযোগ তৈরিও হতে পারে। সেই চেষ্টাই থাকবে আমাদের।’

সারাবাংলা/জেএইচ/ ৪ ডিসেম্বর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর