Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপা লিগে চেলসি আর্সেনালের জয়


১২ এপ্রিল ২০১৯ ১২:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার রাতে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগের বিপক্ষে ১-০ গোলের জয় পায় চেলসি। আর আনচেলোত্তির নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল।

ইউরোপিয়ান কম্পিটিশনে স্লাভিয়া প্রাগ প্রায় অখ্যাত। তাদের নাম শোনা যায় কালেভদ্রে। তাই ইংলিশ লিগ জায়েন্ট চেলসির সহজই জয়ই সবাই ভেবে নিয়েছিল। তবে স্লাভিয়া চেলসির জয় সহজ হতে দেয়নি। ৮৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চেলসিকে ম্যাচের একমাত্র গোলটি পাওয়ার জন্য।

এডেন হ্যাজার্ড ও এন’গোলো কান্তেকে এ ম্যাচে বেঞ্চে রেখেই ম্যাচ শুরু করে চেলসি বস মাউরিজিও সারি। তবে সারি যে প্রতিপক্ষকে হালকা ভাবে নিয়েছেন তা মাঠের খেলাতেই পরিস্কার। বল দখলে ব্লুজরা এগিয়ে থাকলেও আক্রমণে কোন অংশে পিছিয়ে ছিল না স্লাভিয়া। আক্রমণ পাল্টা আক্রমণ দিয়েই শেষ হয় প্রথমার্ধ।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে হ্যাজার্ড আর কান্তেকে মাঠে যোগ করলে ম্যাচে ফেরে চেলসি। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের অন্তিম মুহুর্ত পর্যন্ত। ডিফেন্ডার মার্কোস আলোন্সোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
এদিকে, নাপোলিকে ২-০ গোলে হারিয়ে সেমি ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো আর্সেনাল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে নাপোলিকে আতিথ্য দেয় গানাররা।

ম্যাচ শুরু থেকেই নাপোলিকে চেপে ধরে আর্সেনাল। গোল পেতেও তাই বেগ পেতে হয় গানারদের। ম্যাচের ১৫ মিনিটেই অ্যারণ রামসের গোলে লিড নেয় উনাই এমরের দল। এরপর ২৫ মিনিটে নাপোলি ডিফেন্ডার কলিদাও কোলিবালির আত্মঘাতি গোলে লিড দ্বিগুণ হয় গানারদের।

প্রথমার্ধের দুই গোলই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয় আর্সেনালের জন্য। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা পায়নি কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

ইউরোপা লিগের দ্বিতীয় লেগে দল গুলো মুখোমুখি ১৯ এপ্রিল।

সারাবাংলা/এসএস

আর্সেনাল ইউরোপা উয়েফা চেলসি নাপোলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর