‘আমার থেকে ভালো কেউ হতে পারে না’
২৫ জানুয়ারি ২০১৮ ১৭:০৪
সারাবাংলা ডেস্ক
কে সেরা? মেসি-রোনালদো নাকি পেলে-ম্যারাডোনা? ফুটবলের এই আলোচিত প্রশ্ন চলতেই থাকবে। কিন্তু আর্জেন্টিনার গ্রেট ম্যারাডোনার মতে, তার থেকে ভালো কোনো ফুটবলার এখনও আসেনি।
রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার রোনালদো সম্প্রতি নিজেকে ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন। তাতে ভীষণ ক্ষেপেছেন ম্যারাডোনা।
ম্যারাডোনা গণমাধ্যমকে জানান, ‘আমার মনে হয় না রোনালদোই সেরা। নিশ্চয়ই তার ফুটবল ক্যারিয়ারকে আমি সম্মান করি। কিন্তু এর বেশি আর কিছু নয়। কারণ বিশ্বের সেরা ফুটবলার আমি। রোনালদো কেন! আমার থেকে ভালো কেউ-ই হতে পারে না।’
৫৭ বছর বয়সী ম্যারাডোনা আপাতত সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের ক্লাব আল ফুজাইরাহ এসসির কোচ হিসেবে কাজ করছেন।
আর্জেন্টাইন এই কিংবদন্তি আরও বলেন, ‘আমি প্রত্যেকের মতামতকে সম্মান করি। ফুটবলার হিসেবে আমি যা করেছি, তা অন্য কেউ করতে পারবে না। নির্বোধের মতো অনেকেই অনেক কিছু বলতে পারে। কিন্তু সবাই জানে সেরা ফুটবলার হলো ম্যারাডোনা। আমার মতো হতে হলে রোনালদোকে আরও অনেক কিছু প্রমাণ করতে হবে।’
সারাবাংলা/এমআরপি