ইনজুরিতে পড়ে তিন সপ্তাহ মাঠের বাইরে রামোস
১৩ এপ্রিল ২০১৯ ১২:০৩
রিয়াল মাদ্রিদের মৌসুম যেন কোনদিক থেকেই ভাল যাচ্ছে না। একটির পর একটু দুঃসংবাদ পিছু ছাড়ছে না গ্যালাক্টিকোদের। এবার দলপতি সার্জিও রামোস ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেলেন তিন সপ্তাহের জন্য।
লা লিগায় রিয়াল মাদ্রিদের অবস্থান তিনে। আরও আগেই বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। আর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে হেরে বিদায় নিয়েছে কোপা দেল রে থেকেও। সব মিলিয়ে বেশ বাজে যাচ্ছে লস ব্ল্যাঙ্কোদের মৌসুম।
আর এই মৌসুমেই ইনজুরি সব থেকে বেশি হানা দিয়েছে গ্যালাক্টিকো শিবিরে। ইনজুরির কবলে পড়ে মৌসুমের বেশির ভাগ সময় পূনর্বাসনে কাটিয়েছে দলের সব থেকে বড় তারকা গ্যারেথ বেল। দলের বাইরে থাকতে হয়েছে লুকা মদ্রিচ, টনি ক্রুস, রাফায়েল ভারান সহ দলের সব ফুটবলারকে।
এই দলে মৌসুমের শেষ দিকে এসে যুক্ত হলেন রিয়াল দলপতি সার্জিও রামোস। কাফ ইনজুরিতে পড়ে মাঠের বাইরে যেতে হয়েছে স্প্যানিশ এই গ্ল্যাডিয়েটরকে। প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে মাঠের বাইরে থাকতে হতে পারে কমপক্ষে তিন সপ্তাহ।
তবে, অ্যাতলেটিকোকে পেছনে ফেলে লা লিগার দ্বিতীয় স্থান উঠে আসার যে সম্ভবনা ছিল তা রামোসের অনুপস্থিতে কিছুটা হলেও লক্ষ্যভ্রষ্ট হবে। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়ছে জিদান শিষ্যরা। এখন দেখার বিষয় হবে দলপতি সার্জিও রামোসকে ছাড়া কিভাবে রক্ষণ ভাগ সামলায় ভারান-মার্সেলোরা।
সারাবাংলা/এসএস