দর্শকের বর্ণবাদী আচরণে বন্ধ হলো ফ্রেঞ্চ লিগের ম্যাচ
১৩ এপ্রিল ২০১৯ ১৬:৩৩
ফুটবলে বর্ণবাদী আচরণ নতুন কিছু নয়। তবে একাবিংশ শতাব্দীতে এসেও একজন ফুটবলারকে সর্বপরি একজন মানুষকে বর্ণবাদের শিকারের ঘটনা বড্ড দুঃখজনক। কিছুদিন আগেই উয়েফার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন বর্ণবাদী আচরণ হলে খেলা বন্ধ রাখার। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে সেটাই ঘটলো শুক্রবার।
লিগ ওয়ানের ম্যাচে দিহন এবং অ্যামিনেসের মধ্যকার ম্যাচ চলাকালে ঘটে এই ঘটনা। অ্যামিনেস ডিফেন্ডার প্রিন্স দেসির গুয়ানোকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করে দিহন সমর্থক।
এরই প্রতিবাদ জানাতে ৮০ মিনিটের সময় অ্যামিনেসের গুয়ানোসহ তার দলের সকল ফুটবলার খেলা বন্ধ রাখে পাঁচ মিনিট। এবং অ্যামিনেসের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের পাশে দাঁড়ায় দিহনের ফুটবলাররও।
এরপর রেফারির হস্তক্ষেপে আবারও শুরু হয় ম্যাচটি। যদিও শেষ পর্যন্ত কোন দলই গোল করতে না পারলে ড্রতেই শেষ হয় এই ম্যাচটি।
ম্যাচ শেষে অ্যামিনেসের অধিনায়ক থমাস মনকান্দিত বলেন, ‘আমরা একাবিংশ শতাব্দীতে বাস করছি আর এই সময়ে এ ধরণের মন্তব্য আসলে গ্রহণযোগ্য হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘আমি রেফারিকে ম্যাচটি বন্ধ রাখার জন্য অনুরোধ করি। মানুষ হিসেবে আমরা সবাই সমান। হ্যাঁ! মানুষ বিভিন্ন রঙের হতে পারে। তবে তাই বলে বর্ণবাদী আচারণ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।’
এছাড়াও প্রতিপক্ষ দিহনের স্ট্রাইকার বেনজামিন জেন্নত বলেন, ‘আমি এধরণের কোন মন্তব্য শুনতে পাইনি। তবে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমরা গুয়ানোকে সমর্থন করি।’
ফ্রেঞ্চ লিগের নিরাপত্তা সংস্থা জানিয়েছেন তারা বর্ণবাদী মন্তব্যকারীকে সনাক্ত করেছেন এবং তাকে আটক করাও হয়েছে। আগামী বুধবার আইন শৃঙ্খলা সংস্থা এই বিষয়টি নিয়ে বৈঠক ডেকেছেন এবং তারা গুয়ানোকে সমর্থন দিবেন বলেও জানিয়েছে।
ফুটবল সকল কিছুর উর্ধ্বে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের খেলা ফুটবল। আর এই খেলাটিকে কতিপয় বর্ণবাদী মানুষ নষ্ট করতে পারে না। তাই তো ইউরোপের সকল ফুটবল সংস্থা বর্ণবাদকে কঠোর ভাবে দমন করার কৌশল রপ্ত করছে।
সারাবাংলা/এসএস