Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের দল ঘোষণা বৃহস্পতিবার, টাইগারদের সম্ভাব্য ১৫


১৩ এপ্রিল ২০১৯ ১৬:৪০

আর মাত্র ৪ দিন। তারপরই ইংল্যান্ড ও ওয়েলসের মাঠে বিশ্বযুদ্ধের সৈনিকদের নাম ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অর্থাৎ বিশ্বকাপে বাংলাদেশ দলে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করা হবে। লাল সবুজের ক্রিকেটের দিন বদলের দলপতি মাশরাফি বিন মুর্তজার হাত ধরে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু দিয়েছে এদেশের অগনিত ক্রিকেট ভক্ত। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দেয়া তথ্যমতে ১৮ এপ্রিল, টাইগারদের ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে। এই দলে কারা থাকতে পারেন, দেখে নেওয়া যাক।

বিজ্ঞাপন

তামিম ইকবাল
দেশসেরা ওপেনার ও লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। টিম ম্যানেজেমেন্টের চোখে তার বিকল্প তিনি নিজেই। ইংল্যান্ডের কন্ডিশনে যার ব্যাট খাপ খোলা তলোয়াড়। দেশটিতে সবশেষ খেলা ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সে প্রমাণ তিনি দিয়েছেন। ইংলিশদের বিপক্ষে ১২৮ রানের ইনিংসের ঠিক পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন ৯৫ রানের ইনিংস। বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের অনেকটাই নির্ভর করবে তামিমের ভালো খেলার উপরে।

বিজ্ঞাপন

লিটন দাস
আন্তর্জাতিক ক্রিকেটে লিটন দাসের ব্যাটে ধ্বংসের সুর নেই অনেক দিন হলো। জ্বলে ওঠার আগেই দপ করে নিভে গেছেন। তবে এটা ঠিক যেদিন জ্বলে উঠে সেদিন পুড়ে খাঁক হয়ে যায় প্রতিপক্ষের বোলিং লাইন আপ। তাতেই আস্থা রাখছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপে তিনিও ধ্বংসাত্মক হয়ে উঠতে পারেন একথা সেদিন দ্ব্যর্থহীন কণ্ঠেই জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস। বিশ্বকাপে তামিমের সঙ্গে তার বিধ্বংসী জুটি গড়ার সামর্থ নিয়ে কোনো কথাই হবে না।

সৌম্য সরকার
বাংলাদেশ দলের তৃতীয় ওপেনার হিসেবে বিশ্বকাপে দেখা যেতে পারে প্যারিস্কোপ শটের জনক সৌম্য সরকারকে। যদিও বর্তমান ফর্ম তার পক্ষে কথা বলছে না। প্রিমিয়ার লিগে ব্যাট হাতে নামের সুবিচার করতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু তাতে কি? নিজের দিনে সৌম্য কতটা ভয়ংকর হতে পারেন সেটা টিম ম্যানেজমেন্ট ভালো করেই জানেন।

সাকিব আল হাসান
বাংলাদেশ ক্রিকেটের প্রাণ তিনি। লম্বা সময় বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট একচ্ছত্র দখলে রেখেছিলেন এই টাইগার। যদিও মাস দুয়েক আগে তা হাতছাড়া হয়ে গেছে। কিন্তু তার মানে তো এই নয়, সাকিব আর সাকিব নেই। টিম ম্যানেজমেন্টর চোখে তিনি সবসময়ই একের ভেতরে তিন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; তিন বিভাগেই তিনি সেরা। তাকে ছাড়া বিশ্বকাপ অচিন্তনীয়। সারা দেশ তার পারফরম্যান্সের অপেক্ষায়। বিশ্বকাপে তার ব্যাটিং, বোলিং সামর্থ নিয়েও কোনো কথা থাকছে না।

মুশফিকুর রহিম
ব্যাট হাতে লাল সবুজের নির্ভরতার মূর্ত প্রতীক তিনি। দলের ত্রাতা। দলের বিপদে দৃঢ় ব্যাটে হাল ধরে ইতোমধ্যেই ‘মিস্টার ডিপেন্ডেবল’ তকমা পেয়ে গেছেন মুশফিকুর রহিম। স্ট্রাইক রোটেট করে প্রতিপক্ষের উপর চাপ তৈরিতে তার জুড়ি মেলা ভার। আন্তর্জাতিক ওয়ানডেতে দেশের হয়ে রান সংগ্রাহকের তালিকায় তিনে থাকা এই ব্যাটসম্যান উইকেটের পেছনেও নিজের যোগ্যতার প্রমাণ করেছেন সমানে। বিশ্বকাপে তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।

মাহমুদউল্লাহ রিয়াদ
‘মিস্টার কুল’ মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপেও যথারীতি ব্যাট হাতে ৬ এ দেখা যেতে পারে। নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে সেঞ্চুরি হাঁকিয়ে ছন্দে ফেরা এই মিডল অর্ডারের ব্যাটে অধিনায়ক মাশরাফি সবসময়ই ভরসা রাখেন। এবারও নিশ্চয়ই তার ব্যত্যয় ঘটবে না।

মোহাম্মদ মিঠুন
ব্যাট হাতে প্রতিভার প্রমাণ দিয়ে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত মুখ হয়ে উঠেছেন মোহাম্মদ মিঠুন। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের ধারাবাহিত ব্যর্থতার মিছিলে তার ব্যাটই ধারাবাহিক রান উপহার দিয়েছে। যা বিশ্বকাপে তার জায়গাটি মোটামুটি পাকাপোক্তই করে দিয়েছে। টিম কম্বিনেশনের খাতিরে মিডল অর্ডার মিঠুনকে কখনো সখনো টপ অর্ডারেও দেখা যায়।

সাব্বির রহমান
লোয়ার মিডল অর্ডারে অধিনায়ক মাশরাফির বাজির ঘোড়া। মাশরাফির ভাষ্যমতে, ‘৪০ ওভারের পরে পেসারদের ১৪৫-১৫০ কিলোমিটার গতির বল সাবলীল ব্যাটে খেলার সামর্থ্য একমাত্র সাব্বির ছাড়া আর কেউই রাখে না।’ তাইতো মাঠে ও মাঠের বাইরে নানা ঘটনায় জড়িয়ে নিষেধাজ্ঞায় থাকা এই ব্যাটসম্যানের এক মাসের শাস্তি কমিয়ে অধিনায়ক নিয়ে গেলেন নিউজিল্যান্ড সফরে। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন বিস্ফোরক ব্যাটেই। ডানেডিনে সিরিজের শেষ ওয়ানডেতে টম লাথামদের বিপক্ষে ১১০ বলে ১০২ রানের ঝলমলে ইনিংসে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

মোসাদ্দেক হোসেন সৈকত
ব্যাট হাতে নিদারুণ রান ক্ষরা যাচ্ছিলো তার। তাই তাকে বাদ দিয়ে চমক হিসেবে ইয়াসির আলী রাব্বির নাম শোনা গিয়েছিল। কিন্তু হাঠাৎ করেই রানে ফেরায় এবং অভিজ্ঞতার পাল্লায় ভারী হওয়ায় বিশ্বকাপ স্কোয়াডে মোসাদ্দেক হোসেন সৈকতের নাম বেশ জোরালো হয়ে উঠেছে।

মোহাম্মদ সাইফউদ্দিন
মোহাম্মদ সাইফউদ্দিন বিশ্বকাপ দলে জায়গা পাবেন এটাই মত বিশেষজ্ঞদের। দলের পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জায়গা পাওয়ার বিষয়টি বারবারই খালেদ মাহমুদ সুজনের মুখে শোনা গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটে বলে ধারাবাহিক পারফর্ম করা সাইফউদ্দিন নিউজিল্যান্ড সফরেও ছিলেন দারুণ ক্ষুরধার।

মেহেদি হাসান মিরাজ
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর থেকেই টাইগার দলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। মেহেদি হাসান মিরাজ ব্যাট ও বল দুইয়েই দক্ষ। তবে বিশ্বকাপে তার প্রতিটি ম্যাচ খেলা নিয়ে যথেষ্টই সন্দেহ আছে। টিম ম্যানেজমেন্টর দেয়া তথ্যমতে, উইকেট বিবেচনায় তাকে মাঠে নামানো হবে। যেহেতু অফস্পিনার হিসেবে সাকিব থাকছেনই তাই পেস বোলিং অলরাউন্ডারের কোটায় দেখা যেতে পারে সাইফউদ্দিনকে।

মাশরাফি বিন মুর্তজা
তার ম্যাচ রিডিংয়ে ক্ষমতা অসাধারণ। তার নেতৃত্বেই বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালের মুখ দেখেছে বাংলাদেশ। অনেকেই বলছেন এবারের বিশ্বকাপই মাশরাফির শেষ। তিনিও সেকথা আকার ইঙ্গিতে বলেছেন। তাই যতবারই বিশ্বকাপ নিয়ে তার সঙ্গে কথা হয়েছে ততবারই বলেছেন, ‘আমি চ্যাম্পিয়ন হতেই যাব। বাদ বাকি পরে দেখা যাবে।’

মোস্তাফিজুর রহমান
অভিষেকে পর থেকেই বল হাতে সোনা ফলিয়েছেন। হয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটের ‘এক্স ফ্যাক্টর’। মাশরাফির বিবেচনায় দেশসেরা পেসার। মাঝে মাঝে ইনজুরি তাকে পেয়ে বসে এই যা। গতি কিছুটা কম হলেও কাটারের ভেলকিতে প্রতিপক্ষকে বিধ্বস্ত করার ক্ষমতা তার অসাধারণ। তাকে ছাড়া বাংলাদেশ দল! সে তো অসম্ভব।

রুবেল হোসেন
ইংল্যান্ডের কন্ডিশনে তিনি প্রমাণিত সৈনিক। গেল বিশ্বকাপেও বল হাতে কাঁপন ধরিয়েছিলেন এই বাটারফ্লাই ডেলিভারির জনক। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই পেসারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ভাবতেই পারেন না মাশরাফি। দলের বিপর্যয়ে ব্রেক থ্রু এনে দিয়ে অনেক আাগেই হয়ে উঠেছেন বাংলাদেশ দলের ভরসার পাত্র। ৯৬টি ওয়ানডে খেলে ১২২ উইকেট এই পেসারের দখলে।

তাসকিন আহমেদ
বিশ্বকাপের গেল আসরে বুক চিতিয়ে লড়েছিলেন এই গতি তারকা। বিপিএল ষষ্ঠ আসরে উড়ন্ত পারফরম্যান্স দেখিয়ে এবারের বিশ্বকাপেও নিশ্চিতভাবে নিজের জায়গাটি করে নিতে পারতেন। কিন্তু সেখানে বাধ সাধলো ইনজুরি। বিপিএলে নিজেদের শেষ ম্যাচে গোঁড়ালির চোটে প্রায় আড়াই মাস মাঠের বাইরে থাকায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন তার ১৫ সদস্যের দলে থাকার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছিলেন। তবে ইনজুরি থেকে সেরে উঠে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আবার মাঠে ফেরায় তাকে নিয়ে নাকি নতুন পরিকল্পনা শুরু করে দিয়েছেন নান্নু!

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাংলাদেশ বিশ্বকাপ সম্ভাব্য দল

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর