Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফাইনালের আগে মূল বোলারদের ব্যবহার করাতে চাইনি’


২৫ জানুয়ারি ২০১৮ ১৯:০২

স্টাফ করেসপন্ডেন্ট

৮২ রানের লক্ষ্য নিয়ে যে জেতাটা প্রায় অসম্ভব, সেটা ভালোমতোই বুঝতে পেরেছিলেন মাশরাফি বিন মুর্তজা। শুরু থেকেই তাই আনেননি মোস্তাফিজুর রহমানকে, রুবেল হোসেনকে দিয়ে তো বোলিংই করাননি। ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন, ফাইনালের আগে মূল বোলারদের শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মুখোমুখি করাতে চাননি।

শ্রীলঙ্কার সঙ্গে আগের দুই ম্যাচেই ইনিংস শুরু করেছিলেন নাসির। আজ অবশ্য মাশরাফির সঙ্গী হলেন আবুল হাসান, নাসির এলেন পরে। সাকিব শেষ পর্যন্ত করলেন এক ওভার। সেটার ব্যাখ্যাও আছে মাশরাফির কাছে।

‘শ্রীলঙ্কার বিপক্ষে আগে নাসির শুরু করেছিল, সাকিব করেনি। কিন্তু আমি আমার মূল বোলারদের ব্যবহার করতে চাইনি, এক্সপোজ করতে চাইনি। যেহেতু ফাইনাল আমাদের খেলতে হবে। আবুল হাসানের সুযোগ ছিল। ওকে বেশি ওভার দিতে চেয়েছি।’

ম্যাচের হাইলাইটস

 

মোস্তাফিজকে বোলিংয়ে আনারও পরিকল্পনা ছিল না মাশরাফির। কিন্তু ১ উইকেট হলেই ওয়ানডেতে ৫০ উইকেট হয়ে যেত এই বাঁহাতি পেসারের। মাশরাফি জানালেন, মোস্তাফিজ সেজন্যই বল করতে চেয়েছিলেন, ‘মোস্তাফিজকে আনার কারণ ছিল সে ৪৯ উইকেটে ছিল। একটা উইকেট পেলে ৫০ হতো। ওর ইচ্ছাতেই ওকে এনেছি। না হলে হয়তবা তাকেও আনতাম না। রুবেলকে তো বল করাইনি।’

মাশরাফির পরিকল্পনা ফাইনালে কাজে লাগে কি না, সেটাই এখন অপেক্ষার।

মাশরাফির সংবাদ সম্মেলন

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর