Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি-সুয়ারেজ না থাকায়…


১৪ এপ্রিল ২০১৯ ১০:২৯

নবাগত দল হুয়েস্কার বিপক্ষে হোঁচট খেয়েছে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। লিওনেল মেসি-লুইস সুয়ারেজ-ইভান রেকিটিচ-জেরার্ড পিকেরা ছিলেন না আতিথ্য নেওয়া এই ম্যাচে। জিততেও পারেনি টেবিলের শীর্ষ দল বার্সা। তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখে খেলতে নেমে পয়েন্ট হারিয়েছে আরনেস্টো ভালভারদের দল।

মুখোমুখি প্রথম দেখায় লিগের প্রথম পর্বে হুয়েস্কাকে গোলবন্যায় ভাসিয়েছিল বার্সা। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে মেসি ও সুয়ারেসের জোড়া গোলে হুয়েস্কাকে ৮-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল কাতালানরা। অথচ, ফিরতি দেখায় নিজেরাই আটকে গেল। পয়েন্ট তালিকার তলানির দল হুয়েস্কার মাঠে গোলশূন্য ড্র করেছে বার্সা।

বিজ্ঞাপন

দলের তারকা খেলোয়াড়দের অনেকেই বিশ্রামে ছিলেন। মাঠে ছিলেন ওসমান দেম্বেলে, ম্যালকম, বোয়েতাং, কার্লোস অ্যালেনা, আরতুরো ভিদাল, মুরিলো, স্যামুয়েল উমতিতি। গোলরক্ষক ছিলেন মার্ক টার স্টেগেন। আর বদলি হিসেবে নেমেছিলেন কুতিনহো, আর্থার মেলো আর জরদি আলবা।

এক দশকের মধ্যে এই প্রথম কোনো লা লিগার ম্যাচে চার অভিষিক্ত খেলোয়াড় নিয়ে মাঠে নামে বার্সা। পুরো ম্যাচে বার্সা প্রতিপক্ষের জাল লক্ষ্য করে শট নিয়েছিল ১০টি, টার্গেটে রাখতে পেরেছে মাত্র দুটি। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল কাতালানরা। ৭৫ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল বার্সা। ৮৫৭ পাসের ম্যাচে বার্সার পাস ছিল ৬৪৬টি। তারপরও কাঙ্খিত গোলের দেখা পায়নি লিগের শীর্ষ দলটি।

বিরতির আগে গোলের সুযোগ পেয়েছিলেন দেম্বেলে। বিরতির পর সুযোগ নষ্ট করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকম। তার নেওয়া শটটি পোস্টে লাগে।

লা লিগায় অষ্টম ড্রয়ের স্বাদ পাওয়া বার্সা ৩২ ম্যাচে ২২ জয়ে তুলেছে সর্বোচ্চ ৭৪ পয়েন্ট। সমান ম্যাচ খেলে অ্যাতলেতিকো মাদ্রিদ দুইয়ে, তাদের অর্জন ৬৫ পয়েন্ট। তিনে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০। অবশ্য এক ম্যাচ কম খেলেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বার্সা লা লিগা

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর