Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেইলের দিনে হাঁফ ছেড়ে বাঁচলেন কোহলিরা


১৪ এপ্রিল ২০১৯ ১১:২৭

টি-টোয়েন্টির ২২তম সেঞ্চুরিটি পাওয়া হয়নি ক্রিস গেইলের। ওপেনিংয়ে নেমে ৯৯ রানে অপরাজিত ছিলেন। গেইলের দল কিংস ইলিভেন পাঞ্জাবও জেতেনি। বিরাট কোহলির বেঙ্গালুরু ৪ বল আর ৮ উইকেট হাতে রেখে জিতেছে। গেইলের হতাশার দিতে স্বস্তির হাসি হাসতে পেরেছে কোহলি, ডি ভিলিয়ার্সরা। সাত ম্যাচ খেলে এই মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে বেঙ্গালুরু। তাতে টুর্নামেন্টে টিকে রইলো কোহলির দলটি।

আগে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব ৪ উইকেট হারিয়ে তোলে ১৭৩ রান। জবাবে, কোহলি-ভিলিয়ার্সের দারুণ ব্যাটিংয়ে ১৯.২ ওভারে জয় তুলে নেয় ২ উইকেট হারানো বেঙ্গালুরু। এই ম্যাচ হারলে নিজেদের খেলা সাত ম্যাচের সাতটিতেই হারতো বেঙ্গালুরু। তাতে করে টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে ছিটকে যেত কোহলির দলটি।

বিজ্ঞাপন

পাঞ্জাবের ক্যারিবীয়ান ওপেনার গেইল ৬৪ বলে ১০টি চার আর ৫টি ছক্কায় ৯৯ রান করে অপরাজিত থাকেন। আরেক ওপেনার লোকেশ রাহুল করেন ১৮ রান। মায়াঙ্ক আগারওয়াল ১৫, সরফরাজ খান ১৫, স্যাম কুরান ১, মানদীপ সিং ১৮ রান করেন।

বেঙ্গালুরুর যুভেন্দ্র চাহাল দুটি উইকেট পান। একটি করে উইকেট পান মোহাম্মদ সিরাজ এবং মঈন আলি।

১৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বেঙ্গালুরুর ওপেনার পার্থিব প্যাটেল ৯ বলে করেন ১৯ রান। আরেক ওপেনার কোহলি করেন ৬৭ রান। তার ৫৩ বলের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি। তিন নম্বরে নামা ডি ভিলিয়ার্স ৩৮ বলে ৫টি চার আর দুটি ছক্কায় ৫৯ রান করে অপরাজিত থাকেন। শেষ দিকে মার্কাস স্টইনিস ১৬ বলে চারটি বাউন্ডারিতে ২৮ রান করে অপরাজিত থাকেন।

পাঞ্জাবের দলপতি রবীচন্দ্রন অশ্বিন এবং মোহাম্মদ শামি একটি করে উইকেট পান। ম্যাচ সেরা হন এবি ডি ভিলিয়ার্স।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

আইপিএল ২০১৯ কোহলি পাঞ্জাব বেঙ্গালুরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর