Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হতাশা আড়াল করেননি ‘দর্শক’ সাকিব


১৪ এপ্রিল ২০১৯ ১২:৩৬

ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিবের টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা ভালোভাবে নেননি অনেকেই। তারপরও খেলার অনুমতি পাওয়ায় আইপিএলে হায়দ্রাবাদের প্রথম ম্যাচেই রাখা হয়েছিল সাকিবকে। এরপর থেকে শুধু দর্শক হিসেবেই দেখছেন দলের খেলা। সাকিবের হায়দ্রাবাদ আজ মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। এটা নিজেদের সপ্তম ম্যাচ হায়দ্রাবাদের। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে সাকিবদের দলটি।

দর্শক সাকিব এই ম্যাচেও থাকবেন কী না সেটি সময় বলে দেবে। তবে, খেলার সুযোগ না পাওয়া সাকিব নিজের হতাশা আড়াল করে রাখতে পারেননি।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব। সেরে উঠতে না উঠতেই আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে ভারতে উড়াল দেন। শর্ত সাপেক্ষে তাকে আইপিএল খেলতে অনুমতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শর্তের প্রথমটিই ছিল, ইনজুরি এড়িয়ে খেলতে হবে, প্রতি মুহূর্তে বিসিবির মেডিকেল বোর্ডের সঙ্গে তার যোগাযোগ রাখতে হবে। শর্ত পূরণে সাকিবের কোনো গাফিলতি না থাকলেও অস্বস্তিটা বাড়ছে অন্য জায়গায়।

হায়দ্রাবাদের ফরমেশনের কারণে প্রথম ম্যাচের পর থেকেই একাদশে সুযোগ পাচ্ছেন না সাকিব। অনেকেই বলছেন, আইপিএলে দলের সাইডবেঞ্চ গরম না করে সাকিবের দেশে ফিরে আসা উচিত। যেহেতু ৫০ ওভারের ফরম্যাটে দেশের ঘরোয়া ক্রিকেটের লিগ চলছে। জাতীয় দলের তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ ছাড়া বাকিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন সেই লিগে। বিশ্বকাপে নিজেদের প্রস্তুত করতে ঝালিয়ে নিচ্ছেন। ইনজুরির কারণে খেলছেন না মাহমুদউল্লাহ।

ওদিকে, নিজেদের ষষ্ঠ ম্যাচে কিংস ইলিভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নেমেছিল হায়দ্রাবাদ। সেই ম্যাচেও একাদশে রাখা হয়নি সাকিবকে। বিদেশি কোটায় একাদশে জায়গা পান অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, আফগানিস্তানের দুই তারকা মোহাম্মদ নবী এবং রশিদ খান। হায়দ্রাবাদের সপ্তম ম্যাচেও তাদেরই থাকার সম্ভাবনা বেশি।

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাকটিসের কথা বিবেচনা করেই আইপিএলে খেলার ছাড়পত্র দেয়া হয় সাকিবকে। যদি তিনি ম্যাচই খেলতে না পারেন তাহলে সেখানে থেকে লাভ কী? সাকিব হতাশা থেকেই ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘একাদশে যে চারজন বিদেশিকে নেওয়া হচ্ছে, প্রত্যেকে খুব ভালো খেলছে। একাদশে না থাকাটা হতাশার, কিন্তু পরিস্থিতিও আপনাকে বুঝতে হবে। টিম ম্যানেজমেন্টের জন্য এটা খুব কঠিন। বিশ্বকাপের আগে না খেললেও আমাকে ফিট আর প্রস্তুত থাকতে হবে। এখানে অনুপ্রেরণার কোনো কমতি নেই। আর আমার সুযোগ যখন আসবে, আমিও সেটি লুফে নেব। নিজেকে ফিট রাখতে অনুশীলনও আগের চেয়ে অনেক বেশি করছি।’

নিজেদের দল নিয়ে সাকিব আরও জানান, ‘শেষের ওভারগুলোতে আমরা ভালো বোলিং করছি না। শেষ তিন ওভারে আমরা অনেক বেশি রান দিয়ে ফেলছি। অথচ শেষ তিন ওভারে প্রতিপক্ষকে সামলে রেখে যতটা কম রান হজম করা যায় সেই ক্ষমতা আমাদের আছে। আমাদের মিডল অর্ডার এখনো জ্বলে ওঠেনি। দলে অনেক ভালো ব্যাটসম্যান আছে যারা নিজেদের দিনে দুর্দান্ত। ডেভিড ওয়ার্নার আমাদের আগলে রেখেছে। এক বছরের নিষেধাজ্ঞা শেষে এভাবে ফিরে আসা একদমই সহজ নয়। ওয়ার্নার দেখিয়েছে মানসিকভাবে সে কতটা শক্তিশালী। গত বছর দলে না থেকেও সে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে। শুরু থেকে শেষ পর্যন্ত উৎসাহ দিয়ে গেছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হওয়া সাকিব বল হাতে তুলে নেন ১৫ ম্যাচে সর্বোচ্চ ২৩ উইকেট। এছাড়াও রানার্সআপ ঢাকা ডায়নামাইটসের দলপতি ব্যাট হাতে করেছিলেন ৩০১ রান। কিন্তু আইপিএলে নিজেদের প্রথম ম্যাচের বোলিং বিবেচনা করে একাদশ থেকে বাদ পড়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শহীদ আফ্রিদি আর লাসিথ মালিঙ্গার পরেই উইকেট শিকারির তালিকায় থাকা সাকিব। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির টুর্নামেন্টে সাকিবের উপরে আছেন শুধু ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গা এবং সুনীল নারাইন।

সারাবাংলা/এমআরপি

** ধোনির ঘটনাটি আমার মতোই: সাকিব

আইপিএল ২০১৯ সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর