Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স দেখে মাশরাফিদের চূড়ান্ত দল


১৫ এপ্রিল ২০১৯ ১৬:২১

বিশ্বকাপের জন্য প্রথম দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আজ দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৫ জনের দল দিয়ে দিয়েছে ভারত। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দুই-একদিনের মধ্যেই বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। কিন্তু এটাই বৈশ্বিক আসরে শেষ পর্যন্ত মাশরাফিদের চূড়ান্ত দল হিসেবে থাকছে না।

৫ মে থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে টাইগারদের পারফরম্যান্স দেখে তবেই ১৫ সদস্যের দল চূড়ান্ত করা হবে বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিজ্ঞাপন

বিশ্বকাপের দল ঘোষণায় আইসিসির একটি বাধ্যবাধকতা আছে। সেটা হলো, ২৩ এপ্রিলের মধ্যেই অংশগ্রহণকারী দলগুলোকে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে। বিষয়টি বিসিবি জানার পরও প্লেয়ারদের ইনজুরি সমস্যা না থাকলে ঘোষিত দলের মধ্যে পরিবর্তন ও পরিবর্ধণ আনা যাবে সেটা নাকি জানতো না! তাই জানার পরেই নাকি এমন সিদ্ধান্তে এসেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।

বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে ত্রিদেশীয় সিরিজে। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা। এখনও আয়ারল্যান্ড এবং বাংলাদেশ সেই সিরিজের জন্য দল ঘোষণা করেনি।

সোমবার (১৫ এপ্রিল) মিরপুরে পাপন জানান, ‘আমার মনে হয় দল কালকে বা পরশু দিয়ে দেবে। আজ আমি এটাই জানতে এসেছিলাম কবে টিম ঘোষণা করবে। আমার প্রাথমিক একটা ধারণা ছিল যে ১৮ তারিখের মধ্যে টিম ঘোষণা দিতে হবে এবং সেটা সহজে পরিবর্তন করা যাবে না যদি কোনো ইনজুরি না থাকে। আমরা এখন জানতে পেরেছি যে সময় আছে। ২২ মে পর্যন্ত সময় আছে, কাউকে না বলেই পরিবর্তন করতে পারব। আমাদের ত্রিদেশীয় সিরিজ আছে, ওটা ১৮ তারিখ শেষ হয়ে যাচ্ছে, আমাদের তো একটা সময় আছেই।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ‘যেহেতু আমাদের সময় আছে, আমি বলতে এসেছিলাম যে, তোমরা (নির্বাচক) স্কোয়াড দিয়ে দাও ১৫ জনের। কিন্তু এটা পরিবর্তন হবে। ২২ মে পর্যন্ত সময় আছে। এর মধ্যে যদি কারো ইনজুরি না থাকে, সে যদি ভালো পারফর্ম করে, তার আসার একটা সুযোগ আছে। এখন ভালো খেলছে না, কিন্তু ত্রিদেশীয় সিরিজে ভালো খেলছে, তাহলে তাদেরকে আমরা নতুনভাবে সুযোগ দিয়ে দেখতে পারি। আমাদের একটা সুযোগ আছে, অপশন আছে এটা পরিবর্তন করার।’

ত্রিদেশীয় সিরিজে কী আলাদা দল দেয়া হচ্ছে? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে পাপন জানালেন, ‘আমরা বিশ্বকাপের জন্য ১৫ জনের নাম দিচ্ছি। ত্রিদেশীয় সিরেজে কমপক্ষে ১৭ জনের নাম যাচ্ছে। তাই অতিরিক্ত দুজন তো থাকছেই। আমরা ওখান থেকেও চেষ্টা করে দেখতে পারব, সেই সুযোগ রয়েছে।’

সারাবাংলা/এমআরপি/এমআরএফ

** বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ নিয়ে ভারতের বিশ্বকাপ স্কোয়াড
** স্মিথ-ওয়ার্নারকে নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর