Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা মঙ্গলবার


১৫ এপ্রিল ২০১৯ ১৯:০০

দুই দিন এগিয়ে এসেছে বাংলাদেশের বিশ্বকাপ ঘোষণার দিন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গত সপ্তাহে জানিয়েছিলেন, ১৫ সদস্যের টাইগার দল ঘোষণা হবে ১৮ এপ্রিল, বৃহস্পতিবার। কিন্তু সোমবার (১৫ এপ্রিল) এক মেইল বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার নয়, মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে মাশরাফিদের দল ঘোষিত হবে।

তবে আগামীকাল ঘোষিত এই দলটিই যে বিশ্বকাপের জন্য চূড়ান্ত সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যেহেতু দলের সিনিয়র ক্রিকেটাররা ফর্মে নেই এবং অনেকেই ইনজুরিতে আক্রান্ত তাই মে মাসের প্রথম সপ্তাহে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে তবেই বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

৩০ মে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের।

ক্রিকেটের মহাযজ্ঞকে সামনে রেখে ইতোমধ্যেই ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

** ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স দেখে মাশরাফিদের চূড়ান্ত দল

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাংলাদেশ দল বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর