Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা


১৬ এপ্রিল ২০১৯ ১২:৪২ | আপডেট: ১২ মে ২০১৯ ১৪:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইংল্যান্ড ও ওয়েলসের মাঠে বিশ্বযুদ্ধের সৈনিকদের নাম ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশ দলের ১৫ সদস্যের স্কোয়াডে চমক একটিই, আবু জায়েদ রাহি। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। লাল সবুজের ক্রিকেটের দিন বদলের দলপতি মাশরাফি বিন মুর্তজার হাত ধরে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে এদেশের অগনিত ক্রিকেট ভক্ত।

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করে নিউজিল্যান্ড। এরপর গতকাল অস্ট্রেলিয়া ও ভারত তাদের ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের বিশ্বকাপ দল। বিশ্বকাপ দল ঘোষণার শেষ তারিখ ২৩ এপ্রিল। তবে ২৩ মে পর্যন্ত দলে সংযোজন-বিয়োজন করা যাবে।

বিজ্ঞাপন

বিশ্বকাপে নামার আগে আগামী ৫ মে আয়ারল্যান্ডে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগাররা। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ড এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ থাকবে বাংলাদেশের প্রতিপক্ষ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষ হবে ১৭ মে। বিশ্বকাপের ১৫ জনের সঙ্গে আয়ারল্যান্ডে যাবে ইয়াসির আলি রাব্বি, নাঈম হাসান।

আয়ারল্যান্ড সফর শেষে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডের মাটিতে পা রাখবে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২৬ মে পাকিস্তান ও ২৮ মে ভারতের বিপক্ষে দুটি ম্যাচেরই ভেন্যু কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২ জুন ওভালে।

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান।

সারাবাংলা/এমআরপি/এমআরএফ

** বিশ্বকাপে বাংলাদেশের সৈনিক যারা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর