Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এএফসি কাপ: কেউ ছেড়ে কথা বলবে না!


১৬ এপ্রিল ২০১৯ ২০:২২

ঢাকা: প্রথম ম্যাচের পর আশাটা আরও বেড়ে গেছে ঢাকা আবাহনীর। নেপালের মাটিতে মানাং মার্শিয়াংদিকে হারিয়ে এএফসি কাপ মিশন শুরু করা দেশের লিগ চ্যাম্পিয়নদের সামনে এবার ভারতের চ্যাম্পিয়ন মিনার্ভা পাঞ্জাব। অ্যাওয়ে ম্যাচ খেলতে ভারতের ক্লাবটি এখন ঢাকায়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র ফল করেছে মিনার্ভা। বঙ্গব্ন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে তিন পয়েন্ট নিয়ে দেশের ফিরতে চায় দলটি।

ছেড়ে কথা বলবে না আবাহনীও। মানাংকে হারিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয়। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আকাশি-হলুদরা সবকিছু নিংড়ে দিতে চায়। কেননা এর আগে এএফসির ইতিহাসে কখনই দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি আবাহনী। সেটা যেমন প্রত্যাশার তেমনি চাপেরও ‘ঘরের বাঘদের’ জন্য।

বিজ্ঞাপন

এদিকে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ডিফেন্ডার তপু বর্মণকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ঢাকা আবাহনীকে। তার বদলে একাদশে দেখা যাবে টুটুল বাদশাকে। অন্যদিকে সাদ উদ্দীন চোঁট কাটিয়ে দলের অনুশীলনে যোগ হলেও ম্যাচে ফিরতে আরও সময় লাগবে বলে সংশ্লিষ্টসূত্র জানিয়েছে।

এবার অন্তত দ্বিতীয় পর্ব খেলতে চায় আবাহনী। তাই দলে নতুন মিডফিল্ডার ব্রাজিলিয়ান ওয়েলিংটনকে দলে ভেড়িয়েছে ক্লাবটি। প্রথম ম্যাচে সেভাবে উজ্জ্বল হতে পারেননি এই ব্রাজিলিয়ান। তবে, দ্বিতীয় ম্যাচে মিনার্ভার সঙ্গে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করতে চায় কোচ মারিও লেমস।

আবাহনীর পর্তুগিজ কোচের মুখে, ‘আমরা ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে জয় নিশ্চিত করতে চাই। ওরা ভালো দল নিঃসন্দেহে। তবে, আমাদের দলেও অভিজ্ঞতা ও তরুণদের দুর্দান্ত একটা দল আছে। তারা জানে কী করতে হবে। ওয়েলিংটনের সেরাটা পাইনি এখনও। সেও অভিজ্ঞ ফুটবলার। ভারতে খেলার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগাতে চাইবে সে। আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না।

বর্তমান পরিস্থিতি বলছে, আই লিগে করুণ অবস্থা মিনার্ভার। ১১ দলের মধ্যে দলটির অবস্থান ১০’এ। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ঠেকেছে। তবে, শেষ কয়েকটি ম্যাচেই ঘুড়ে দাঁড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অন্যদিকে এ মৌসুমে স্বাধীনতা কাপ জিতে ফেডারেশন কাপে রানার্স আপ হওয়া ঢাকা আবহানী বিপিএলেও দুইয়ে অবস্থান করছে। এএফসি কাপও ‘ঘরের বাঘেরা’ শুরু করেছে জয় দিয়েই। এখন হোম ম্যাচে জয় নিয়েই ধারাবাহিকতা বজায় রাখার পালা।

প্রথমবারের মতো এএফসি খেলা ভারতের ক্লাব মিনার্ভা পাঞ্জাবের চ্যালেঞ্জটা একটু বড়। তবে, সেই চ্যালেঞ্জ নিয়েই জয় নিয়ে মাঠ ছাড়তে চায় দলের অন্যতম খেলোয়াড় সৌভিক দাশ, ‘আমাদের দল ভালো। আমরা জেতার জন্য অপেক্ষা করছি। আমরা এর আগের মৌসুমে চ্যাম্পিয়ন ছিলাম এবার ডাউন হয়ে গেছি। এটাই ফুটবল। উত্থান-পতন থাকবে। আমরা সামনের দিকে তাকিয়ে আছি। প্রথমবার আমরা এএফসি খেলছি। আমরা স্বরণীয় করে রাখতে চাই।’

বিজ্ঞাপন

বুধবার বিকেল পৌনে ছয়টায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর সঙ্গে এএফসি কাপের ম্যাচ খেলবে আই লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিনার্ভা পাঞ্জাব।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর