বিশ্বকাপ জেতার টোটকা দিলেন প্রধানমন্ত্রী
২০ এপ্রিল ২০১৯ ১৩:৫৯
২২ গজের লড়াইয়ের পর ২২ বছর রাজনীতির সঙ্গে যুক্ত পাকিস্তানের সাবেক দলপতি ইমরান খান। দেশটির ২২তম প্রধানমন্ত্রী বিশ্বকাপ জয়ী এই সাবেক অধিনায়ক। ১৯৯২ সালের বিশ্বকাপে এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। ক্রিকেট ছেড়ে রাজনীতি ধরলেও ক্রিকেট তার মনে-প্রাণে।
আরেকটি বিশ্বকাপের আগে নিজের উত্তরসূরিদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেছেন ইমরান খান। ক্রিকেট মাঠের অবিসংবাদিত এই নেতার সঙ্গে বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা দেখা করতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রধানমন্ত্রী বিশ্বকাপে খেলতে যাওয়া ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি দিয়েছেন বিশ্বকাপ জেতার টোটকা। পুরো দলকে দিয়েছেন পরামর্শ।
কোনো সন্দেহ নেই পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা ইমরান। এমন কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে আসা যেকোনো উপদেশ, পরামর্শ দলের জন্য আশীর্বাদ বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। দলের পক্ষ থেকে অধিনায়ক সরফরাজ আহমেদ একটি স্মারক ক্রিকেট ব্যাট এবং বিশ্বকাপের জার্সি উপহার দেন ইমরানকে।
এ সময় ইমরান দলের অধিনায়ক সরফরাজকে ইমরান বলেন, ‘তুমি এই দলের নেতা, পুরো দলটা তোমার দিক নির্দেশনার অপেক্ষায় থাকে। যখন একজন নেতা পারফর্ম করে এবং দলের জন্য বাড়তি কিছু করে দেখায়, তখন দলের খেলোয়াড়রাও ঠিক একই কাজ করে। পুরো জাতি তোমাদের পাশে থাকবে, তোমাদের জন্য দোয়া করবে। আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার গর্ব অন্য রকম। তোমরা জাতীয় দূত। তোমাদের দিকে গোটা জাতি তাকিয়ে আছে। তোমাদের ওপর ভরসা করে আছে। দেশকে প্রতিনিধিত্ব করা অনেক বড় সম্মানের কাজ।’
বিশ্বকাপের দলটিকে শুভকামনা জানিয়ে দেশের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান আরও বলেন, ‘একজন চ্যাম্পিয়ন মাঠে নামার আগে নিজের পরিকল্পনা নিখুঁত করেই নামে। তোমাদের দৃঢ় আত্মপ্রত্যয় থাকতে হবে। জিততে হলে টিম স্পিরিট সবার আগে দরকার। এটা জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের প্রতিভা, খেলোয়াড়ি মনোভাব ও নৈপুণ্য দিয়ে পাকিস্তানের নাম উজ্জ্বল করো।’
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দলটিকে সাহস যোগাতে ইমরান আওর কিছু উপদেশ দিয়েছেন। যেগুলোর সব সংবাদমাধ্যমে আসেনি।
পাকিস্তানের বিশ্বকাপ দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আবিদ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, জুনাইদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।
সারাবাংলা/এমআরপি
** বিশ্বকাপ মঞ্চে অভিজ্ঞ ৮ টাইগার
ইমরান খান ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ পাকিস্তান প্রধানমন্ত্রী বিশ্বকাপ