Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চারের লড়াইয়ে ৮


২৬ জানুয়ারি ২০১৮ ২২:১২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৮ ২২:১৫

স্টাফ করেসপন্ডেন্ট

বিদেশি ‘আউট’ দেশি ‘ইন’ নীতি নিয়ে শুরু হওয়া চলমান স্বাধীনতা কাপের প্রাথমিক পর্ব শেষ হয়েছে। শনিবার থেকে শুরু হবে সেমিতে ওঠার লড়াই। সেই রণক্ষেত্রে নামবে চার গ্রুপের সেরা আট দল। এরই মধ্যে দুই হ্যাভিয়েট মোহামেডান ও সাইফ বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আটটি দল ঢাকা আবাহনী, শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল ক্রীড়া চক্র, ফরাশগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ ও আরামবাগ ক্রীড়া সংঘ।

এ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল। রানারআপ হয়েছে রহমতগঞ্জ। ছিটকে গিয়েছে মোহামেডান। এই গ্রুপের তিন ম্যাচই ড্র হয়েছে। শেখ জামাল-মোহামেডান ম্যাচ ১-১ গোলে ড্র, মোহামেডান-রহমতগঞ্জ ম্যাচ গোলশূন্য ড্র ও রহমতগঞ্জ ও শেখ জামাল ম্যাচটি ২-২ গোলের ব্যবধানে ড্র হয়েছে।

বি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে সবশেষ বিপিএলে অবনমন হওয়া ফরাশগঞ্জ। টুর্নামেন্টে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে প্রথম ম্যাচটি জিতে নেয় ফরাশগঞ্জ। গ্রুপের দ্বিতীয় ম্যাচটিতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফরাশগঞ্জ। শেষ ম্যাচটি মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ রানারআপ হয় ব্রাদার্স ইউনিয়ন। ছিটকে গিয়েছে স্বাধীনতা কাপের প্রথমবারের শিরোপাজয়ী মুক্তিযোদ্ধা।

সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। রানারআপ হয়েছে ২০১৩ সালের এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন শেখ রাসেল। আর বিদায় নিয়েছে টিম বিজেএমসি। গ্রুপের প্রথম ম্যাচ টিম বিজেএমসির বিপক্ষে ২-০ গোলে জিতে নেয় আবাহনী। দ্বিতীয় ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে যায় বিজেএমসি। শেষ ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ধানমন্ডির ক্লাবটি।

বিজ্ঞাপন

ডি গ্রুপে তিনটি ম্যাচই শেষ হয়েছে ড্রয়ে দিয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম আবাহনী ১-১ গোলে সাইফের সঙ্গে ড্র করে। দ্বিতীয় ম্যাচে আরামবাগের বিপক্ষে গোলশূন্য ড্র করে সাইফরা। শেষ ম্যাচটি চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মতিঝিলের ক্লাব আরামবাগ। ম্যাচে সাইফের তুলনায় কার্ডের সংখ্যা কম থাকায় রানারআপ হয় আরামবাগ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শেষ চারের লড়াইয়ে এ গ্রুপের বিপক্ষে খেলবে বি গ্রুপ আর সি গ্রুপের বিপক্ষে খেলবে ডি গ্রুপ। এই নিয়মে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল শেখ জামাল বি গ্রুপের রানারআপ দল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলতে নামছে। আবার বি গ্রুপের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ খেলবে এ গ্রুপ রানারআপ দল রহমতগঞ্জের বিপক্ষে। সি গ্রুপের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী খেলবে ডি গ্রুপের রানারআপ আরামবাগের বিপক্ষে। আর সি গ্রুপের রানারআপ শেখ রাসেল খেলবে ডি গ্রুপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

শনিবার (২৭ জানুয়ারি) দিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সেমিতে ওঠার লড়াই। প্রথম কোয়ার্টার ফাইনালটি হবে শেখ জামাল ও শেখ রাসেলের মধ্যে।

                                চার কোয়ার্টার ফাইনালের তারিখ ও ম্যাচ

তারিখ

যার সাথে যার সময়

২৭-০১-২০১২

শেখ জামাল বনাম ব্রাদার্স ইউনিয়ন বিকাল ৪টা
২৮-০১-২০১২

ফরাশগঞ্জ এসসি বনাম রহমতগঞ্জ এমএফসি

বিকাল ৪টা

০২-০২-২০১২ ঢাকা আবাহনী বনাম আরামবাগ ক্রীড়া চক্র

বিকাল ৪টা

০৩-০২-২০১২ চট্টগ্রাম আবাহনী বনাম শেখ রাসেল কেসি বিকাল ৪টা

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলবেনিয়ায় টিকটক ১ বছর নিষিদ্ধ
২২ ডিসেম্বর ২০২৪ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর