Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাহনীর কোচ হতে আগ্রহীদের ‘ভিড়’


২৬ জানুয়ারি ২০১৮ ২২:২৬

জাহিদ-ই-হাসান

দ্রাগো মামিচ চলে যাওয়ার পর বিপিএল (ফুটবল) চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর প্রধান কোচের পদটি শূন্য। অবশ্য সেই পদে সাময়িক সময়ের জন্য আশিন দলের গোলরক্ষক কোচ আতিকুর রহমান আতিক। তবে, আসন্ন এএফসি কাপের জন্য ভালোভাবে তৈরি হতে চায় আকাশি-নীল জার্সিধারীরা। তাই দলে নতুন ‘হাইপ্রফাইল’ কোচ যোগ করতে চায় ক্লাব কর্মকর্তারা। সেই সন্ধানে শিগগিরই ‘মাঠে’ নামতে চলেছে ক্লাবটি।

তবে কোচ নিয়োগে এখনও অফিসিয়াল কোনও বিজ্ঞপ্তি দেয় নি ধানমন্ডির এই ক্লাব। তা সত্ত্বেও ক্লাব বরাবর ইউরোপ-আফ্রিকা থেকে সিভি জমা হয়েছে ক্লাবের ঠিকানা বরাবর। সেগুলো এখন পর্যবেক্ষণের অপেক্ষায়।

ক্লাবসূত্রে জানা গেছে, আফ্রিকার একজন সহ ইউরোপের ৭-৮ জনের বায়োডাটা ক্লাব কর্তৃপক্ষের কাছে এসেছে। নিজ উদ্যোগেই এসব সিভি পাঠিয়েছেন কোচ হতে আগ্রহীরা। তাদের কয়েকজন পত্রিকার কাটিংসহ ক্লাব বরাবর সিভি পাঠিয়েছেন। সেখানে দ্রাগো মামিচের চলে যাওয়ার খবরটি উল্লেখ আছে বলে জানা গেছে।

এসব সিভি নিয়ে এক সপ্তাহের মধ্যে আলোচনায় বসবে ক্লাব কর্মকর্তারা। ক্লাবের পরিচালক কাজী নাবিল আহমেদ এমপি আমেরিকা থেকে ফিরলেই আলোচনা শুরু করার কথা। তিনি ২৭ জানুয়ারি শনিবার দেশে ফিরছেন বলে দলীয়সূত্রে জানা যায়।

এ বিষয়ে ক্লাবের ম্যানেজার সত্যজিত দাস রুপু সারাবাংলাকে জানান, ‘ক্লাব বরাবর অনেকগুলো সিভি এসেছে। তাদের বেশিরভাগই আফ্রিকাসহ ইউরোপের। নাবিল সাহেব এখন বিদেশে। তিনি আসলেই কোচের বিষয়ে সিদ্ধান্ত হবে। আমরা আলোচনায় বসবো।’

দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশিবারের (৬ বার/১০) চ্যাম্পিয়নদের চোখ আন্তর্জাতিক টুর্নামেন্টে। দেশের ‘বাঘ’ রা বরাবরই আন্তর্জাতিক পর্যায়ে ব্যর্থ। সেটা এবার ঘোচাতে চায় তারা। আগামী মার্চেই এএফসি টুর্নামেন্টের প্লে অফ খেলবে দলটি। স্বাধীনতা কাপ আগামী মাসের প্রথম সপ্তাহের পরই শেষ হবে। তখন কোনও ম্যাচও থাকবে না। নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবে আবাহনী। সেই জন্যে তার আগেই কোচ নিয়োগে সিদ্ধান্ত নিতে চলে ক্লাবটি।

বিজ্ঞাপন

সারাবাংল/জেএইচ

 

বিজ্ঞাপন

আলবেনিয়ায় টিকটক ১ বছর নিষিদ্ধ
২২ ডিসেম্বর ২০২৪ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর