Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেয়েরা উপভোগ করেছে, দর্শকরাও উপভোগ করেছে’


২২ এপ্রিল ২০১৯ ২৩:৪৯

ঢাকা: একটা ম্যাচে যা করার দরকার সেটাই করেছে বাংলাদেশের মেয়েরা। পুরো ম্যাচে আধিপত্য, ম্যাচজুড়ে আক্রমণের ঝড় সঙ্গে গ্যালারিতে উল্লাসের জোয়ার বইয়ে দেয়া। সবই করেছে বাংলার মেয়েরা। ৯০ মিনিট আনন্দে ভাসিয়েছে গ্যালারি। তৃপ্তি নিয়েই বিদায় নিয়েছেন ফুটবল সমর্থকরা।

তবে, ভিআইপিসহ সাধারণ দুই গ্যালারিভরা দর্শকদের কথা আগে থেকেই জানতো বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। তাই মারিয়া-মণিকা-মৌসুমীদের আগেই জানিয়ে দিয়েছেন- গ্যালারিতে দর্শক থাকবে, আনন্দ দিতে হবে’।

আনন্দ দেয়ার মতোই খেলা দেখিয়েছে মেয়েরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সোমবার সন্ধ্যার পর মুহূর্মুহূ উল্লাসে ফেটে পড়েছিলো উল্লাসে।

গ্যালারির দর্শকরা উল্লাসে মাতার কারণও আছে। ম্যাচজুড়ে যে সংযুক্ত আরব আমিরাতকে রীতিমত কোণঠাসা করেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৭২ শতাংশ বল দখল তো ছিল সঙ্গে ২০ টা কর্নার আদায় করে নিয়েছে তারা। আবার আমিরাতের গোলবারে শট নিয়েছিল ২২টি!

ম্যাচ শেষেও দর্শকরা ছেড়ে যাননি মাঠ। গ্যালারিতে ম্যাচ শেষের ১৫ মিনিট পরেও দর্শক ছিল কৃষ্ণার উপহার নেয়া দেখতে। গ্যালারিতে ঠাই নিয়ে কৃষ্ণার ম্যাচ সেরার পুরস্কার নেয়ার ‍দৃশ্য দেখেছেন দর্শকরা।
মেয়েরা চেষ্টা করেছে, দুর্ভাগ্য আরও গোল হতে পারতো!

গ্যালারিকে মাতিয়ে রাখার নির্দেশনা নাকি আগেই খেলোয়াড়দের দিয়ে রেখেছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন- ‘গ্যালারিতে দর্শক থাকবে, তাদের আনন্দ দিতে হবে।’

সেটাই হয়েছে। কোচের কণ্ঠে, ‘মেয়েরা উপভোগ করেছে খেলা, দর্শকরাও উপভোগ করেছে।’

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ প্রতিযোগিতা জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। পরের ম্যাচ কিরগিজস্তানের বিপক্ষে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/জেএইচ

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর