Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েদের এমন ‘বিরল হামলা’ দেখেছেন কখনও?


২৩ এপ্রিল ২০১৯ ১৮:০৬

ঢাকা: ম্যাচ শুরু হবে তখন। সংযুক্ত আরব আমিরাত ফরমেশন অনুযায়ী মাঠে যে যার জায়গায়। রেফারির বাঁশির অপেক্ষায় ফুটবলাররা। তার আগে অদ্ভুত একটা দৃশ্য দেখা গেলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সবুজ মাঠে। সেন্টারের লাইনে দাঁড়িয়ে বাংলাদেশের ৮ ফুটবলার! দ্বিতীয়ার্ধের শুরুতেও একই দৃশ্য দেখেছে ফুটবল সমর্থকরা।

ফুটবল বিশ্বে এমন নজির হয়তো খুবই কম দেখতে পাবেন আপনি। ১১ জনের মধ্যে আটজনই সেন্টারের লাইনে। গোলরক্ষক রুপনা চাকমা তো গোলবার সামলানোর দায়িত্বে পেছনে। মাঝে দু’জন খেলোয়াড়কে রেখে সবাই আক্রমণে প্রস্তুত। ওই আটজনই ‘হাই প্রেসে’ তটস্থ করেছে আমিরাতকে। সেই সুযোগ কাজেও লাগিয়েছিল মেয়েরা। হাই প্রেস থেকে বল দখলে নিয়ে আমিরাতের রক্ষণ শিবির ভেঙে বলটা বের করলেও ডি বক্সের ভেতরে ঠিক জায়গায় রাখতে পারেননি মৌসুমী। ওত পেতে থাকা কৃষ্ণার কাছে ঠিকমতো বলটা এলেই ২৫ সেকেন্ডের মধ্যে গোলের যাত্রা শুরু করতে পারতো টাইগ্রিসরা।

বিজ্ঞাপন

সোমবার সংযুক্ত আরব আমিরাতকে এভাবেই ‘বিরল হামলার’ জালে ফেলেছে মারিয়া-মৌসুমী-কৃষ্ণারা।

দ্বিতীয়ার্ধেও একই দৃশ্যের অবতারণা। এবার বল মারিয়াদের দখলে। পেছনে একজনকে রেখে নয়জনই সেন্টার লাইনে। ততক্ষণে দুই গোলে এগিয়ে লাল-সবুজরা। রেফারির বাঁশি পড়লো। সবাই একযোগে আক্রমণে উঠে গেল।

এমনটা কখনও দেখেনি দেশের ফুটবল। একযোগে এতো ফুটবলার সেন্টার লাইনে। কারণটা কী জানালেন এই ‘হামলার মাস্টার মাইন্ড’ গোলাম রব্বানী ছোটন, আমরা বেশি বেশি আক্রমণ করতে চেয়েছিলাম প্রথম থেকেই। পুরো টিমকে ‘হাই প্রেসিংয়ে’ পাঠাতে চেয়েছিলাম। সেটা কাজেও লেগেছিল। শুধু ফিনিশিংটা বাকী ছিল।’

এমন বিরল হামলার ফলও হাতেনাতে পেয়েছেন ছোটন। ম্যাচজুড়ে যে সংযুক্ত আরব আমিরাতকে রীতিমত কোণঠাসা করেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৭২ শতাংশ বল দখল তো ছিল সঙ্গে ২০ টা কর্নার আদায় করে নিয়েছে তারা। আবার আমিরাতের গোলবারে শট নিয়েছিল ২২টি!

পরের ম্যাচে শুক্রবার সন্ধ্যা ছয়টা কিরগিজস্তানের বিপক্ষে কী এভাবেই আক্রমণের পরিকল্পনা ছোটনের নাকি নতুন কোন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে? সেই প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত।

সারাবাংলা/জেএইচ

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর