Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে টিকিট প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ


২৭ জানুয়ারি ২০১৮ ১১:২৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ১৫:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

আবারও ফাইনালে বাংলাদেশ। তাই ঘরের মাঠের খেলায় সাকিব-তামিম-মুশফিক-মাশরাফিদের সমর্থন দিতে স্বাগতিক দর্শকরাও একটু যেনো বেশিই উচ্ছ্বসিত। তবে সেই উচ্ছ্বাস যেনো বিশৃঙ্খলায় রূপ নিয়েছে।

শনিবার সকালে ‘টিকিট বিক্রি শেষ, এখানে টিকিট বিক্রি হবে না’, কর্তৃপক্ষ থেকে এ রকম নির্দেশনা দিয়ে ব্যানার টানানো হলেও টাইগারপ্রেমীরা টিকিটের জন্য হইচই শুরু করে। এসময় দায়িত্বরত পুলিশ লাঠিচার্জ করে। এতে ক্ষুদ্ধ হয়ে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট বিক্রির জন্য নির্ধারিত বুথের সামনের সড়ক অবরোধ করে হাজারো ক্রিকেটপ্রেমী।

টিকেটের জন্য খেলার আগের রাতেই লাইনে দাঁড়িয়ে ছিলেন দর্শকরা। শনিবার সকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়। এর মধ্যেই কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হয়েছে ‘বিক্রির জন্য নির্ধারিত টিকিট শেষ’।

বিজ্ঞাপন

তবে দায়িত্বশীল একটি সূত্র জানায়, ফাইনাল ম্যাচের জন্য অনলাইনের পাশাপাশি শুক্রবার (২৬ জানুয়ারি) সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে টিকিট বিক্রি হলেও শনিবার কোনো টিকিটই বিক্রি হয়নি।

এদিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে বাঘ-সিংহের লড়াই।

সারাবাংলা/এমআরপি/এনএস

দর্শক পুলিশ মিরপুর লাঠিচার্জ

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর