Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বকালের সেরা আর ‘বাদ পড়াদের একাদশ’


২৫ এপ্রিল ২০১৯ ২০:৫৯

৩০ মে ইংল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। প্রায় সব দেশের বিশ্বকাপ দলেই রয়েছে কমবেশি চমক, তেমনি অনেক প্রত্যাশিত ক্রিকেটারও বাদ পড়েছেন স্কোয়াড থেকে। এরই মধ্যে বিশ্বকাপে সর্বকালের সেরা একাদশ বাছাই করেছে ক্রিকেটের জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো। যেখানে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার। এছাড়া, ‘বাদ পড়াদের একাদশ’ বেছে নিয়েছে ক্রিকইনফো। সেখানেও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার।

বিজ্ঞাপন

ক্রিকইনফোর নিয়মিত পাঠকদের ভোটের ভিত্তিতেই গঠন করা হয়েছে এই দুই একাদশ।

সর্বকালের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ভারতের মাস্টারব্লাস্টার শচীন টেন্ডুলকার, পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান, বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম। আছেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস ও শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা, মুত্তিয়া মুরালিধরন। জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার।

ক্রিকইনফোর মোট ২২জন কর্মী মিলে সেরা একাদশ বাছাই করেছেন। যদিও প্রাথমিকভাবে মনোনীত হয়েছিলেন মোট ৩৯ ক্রিকেটার। ২২ কর্মীর তালিকায় জায়গা পাওয়া একমাত্র ক্রিকেটার ওয়াসিম আকরাম। অধিনায়ক করা হয়েছে পাকিস্তানকে ১৯৯২ সালে বিশ্বকাপ পাইয়ে দেওয়া দলপতি ইমরান খানকে।

ক্রিকইনফোর সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ (ব্যাটিং লাইনআপ হিসেবে):
অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক): ৩১ ম্যাচ, ১০৮৫ রান, ৩৬.১৬ গড়, ৫২ ডিসমিসাল
শচীন টেন্ডুলকার: ৪৫ ম্যাচ, ২২৭৮ রান, ৫৬.৯৫ গড়, ৬ সেঞ্চুরি
রিকি পন্টিং: ৪৬ ম্যাচ, ১৭৪৩ রান, ৪৫.৮৬ গড়, ৫ সেঞ্চুরি
ভিভ রিচার্ডস: ২৩ ম্যাচ, ১০১৩ রান, ৬৩.৩১ গড়, ৩ সেঞ্চুরি
কুমার সাঙ্গাকারা: ৩৭ ম্যাচ, ১৫৩২ রান, ৫৬.৭৪ গড়, ৫ সেঞ্চুরি
ইমরান খান (অধিনায়ক): ২৮ ম্যাচ, ৬৬৬ রান, ৩৫.০৫ ব্যাটিং গড়, ৩৪ উইকেট, ১৯.২৬ বোলিং গড়
ল্যান্স ক্লুজনার: ১৪ ম্যাচ, ৩৭২ রান, ১২৪ ব্যাটিং গড়, ২২ উইকেট, ২২.২৩ বোলিং গড়
ওয়াসিম আকরাম: ৩৮ ম্যাচ, ৫৫ উইকেট, ২৩. ৮৩ বোলিং গড়
শেন ওয়ার্ন: ১৭ ম্যাচ, ৩২ উইকেট, ১৯.৫০ বোলিং গড়
মুত্তিয়া মুরালিধরন: ৪০ ম্যাচ, ৬৮ উইকেট, ১৯.৬৩ বোলিং গড়
গ্লেন ম্যাকগ্রা: ৩৯ ম্যাচ, ৭১ উইকেট, ১৮.১৯ বোলিং গড়

বিজ্ঞাপন

এদিকে, ‘বাদ পড়াদের একাদশ’ এ সবচেয়ে বেশি ৩৬২০০ ভোট পেয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিসের পক্ষে পড়েছে সর্বোচ্চ ৬২ শতাংশ ভোট। এমনকি এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্যারিবীয়ান বংশোদ্ভূত ইংলিশ পেসার জোফরা আর্চার পেয়েছেন ৫৭ শতাংশ ভোট।

বাদ পড়াদের এই একাদশে আছেন শ্রীলঙ্কান দুই বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা ও দীনেশ চান্দিমাল। এছাড়া, আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকম্বকেও রাখা হয়েছে। ভারতের আম্বাতি রাইডু, অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস, ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড থেকে বাদ পড়া সুনীল নারাইন, কাইরন পোলার্ড, পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির বাদ পড়াদের একাদশে আছেন।

ক্রিকইনফোর বাদ পড়াদের একাদশ:
নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা), রিশাভ পান্ত (ভারত), আম্বাতি রাইডু (ভারত), পিটার হ্যান্ডসকম্ব (অস্ট্রেলিয়া), দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা), জোফরা আর্চার (ইংল্যান্ড), মোহাম্মদ আমির (পাকিস্তান), জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) এবং সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)।
দ্বাদশ ব্যক্তি: আসিফ আলি (পাকিস্তান)।

সারাবাংলা/এমআরপি

** দশ দলের বিশ্বকাপ স্কোয়াড

একাদশ ক্রিকইনফো বিশ্বকাপ সর্বকালের সেরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর