Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাফায়েল নাদালের সামনে নতুন রেকর্ডের হাতছানি


২৭ এপ্রিল ২০১৯ ১২:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক বিশ্বসেরা টেনিস তারকা রাফায়েল নাদাল বার্সেলোনা ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন। ৩২ বছর বয়সী এই তারকা সেমিতে ওঠার লড়াইয়ে সহজে পরাজিত করেন জার্মান জ্যান লেনার্ড স্টার্ফকে।

এবছর বার্সেলোনা ওপেন জিততে পারলে একমাত্র টেনিস খেলোয়াড় হিসেবে কোন শিরোপা ১২ বারের মত নিজের করে নিবেন। এর আগে কোন টেনিস কিংবদন্তিই এমন রেকর্ড করতে পারেননি।

সেমিতে ওঠার লড়াইটা নাদালের জন্য বেশ সহজই ছিল। কোয়ার্টার ফাইনালে জার্মান স্টার্ফকে ৭-৫,৭-৫ সেটে হারিয়ে জয় নিশ্চিত করেন। সেমিতে নাদালের প্রতিপক্ষ অস্ট্রিয়ান টেনিস তারকা ডমিনিক থাইয়েম। আজ রাতে ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে ডমিনিক থাইয়েমের মুখোমুখি হবে রাফায়েল নাদাল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

টেনিস বার্সেলোনা ওপেন রাফায়েল নাদাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর