Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজই নিশ্চিত হতে পারে বার্সেলোনার লিগ শিরোপা


২৭ এপ্রিল ২০১৯ ১২:৫৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ২১:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা দ্বিতীয়বারের মত লা লিগার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বার্সেলোনা। মৌসুমে জুড়ে লিওনেল মেসির জাদুকরি পারফরম্যান্সের উপর ভর করে দারুণ ছন্দে কাতালানরা। লিগ জয় নিশ্চিত হয়েছিল বেশ আগেই বাকি কেবল আনুষ্ঠানিকতার।

লেভান্তের সাথে রাতে মাঠে নামছে লিও মেসির বার্সেলোনা। এই ম্যাচ জিতলেই নিশ্চিত এ মৌসুমের লিগ শিরোপা। তবে মাঠে নামার আগেও নিশ্চিত হতে পারে বার্সেলোনার চ্যাম্পিয়ন হওয়া। লিগে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ রাতে মাঠে নামছে রিয়াল ভায়োদালিদের বিপক্ষে। এ ম্যাচে সিমিওনে শিষ্যরা হারলে আগে ভাগেই শিরোপা নিশ্চিতের খবর পাবে কাতালানরা।

বিজ্ঞাপন

রাত পৌনে একটায় ঘরের মাঠে লেভান্তেকে আতিথ্য দেবে ভালভার্দে বাহিনী। চ্যাম্পিয়নস লিগের কথা মাথা রেখে এ ম্যাচে বিশ্রামে থাকতে পারেন গুরুত্বপূর্ণ ফুটবলাররা।

লিগে এখন পর্যন্ত ৩৪ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৮০ পয়েন্ট আর সমান ম্যাচে অ্যাটলেটিকোর অর্জন ৭১ পয়েন্ট। এ ম্যাচে জয় পেলে বার্সার পয়েন্ট দাঁড়াবে ৮৪। তাই খাতা কলমেও নির্ধারিত হয়ে যাবে বার্সার শিরোপা জয়।

শেষ দশ বছরে আটবার লা লিগার শিরোপা ঘরে তুলেছে কাতালানরা। এবার তা আরও বাড়ানোর পালা। লা লিগার ইতিহাসের সর্বোচ্চ লিগ জয়ী রিয়াল মাদ্রিদ। ৩৩টি শিরোপা নিয়ে সবাইকে ছাড়িয়ে অল হোয়াইটসরা। এবার তাদের আরও কাছে যাওয়ার সুযোগ বার্সার। এবার শিরোপা নিশ্চিত হলে গ্যালাক্টিকোদের থেকে মাত্র ৭টি লা লিগা শিরোপায় পিছিয়ে থাকবে কাতালানরা।

সারাবাংলা/এসএস

বার্সেলোনা লা লিগা লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর