সেমিতে মঙ্গোলিয়াকে পেলো বাংলাদেশ
২৭ এপ্রিল ২০১৯ ২২:৩০
ঢাকা: টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের মেয়েরা বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের সেমি ফাইনালে পাচ্ছে মঙ্গোলিয়াকে। টুর্নামেন্টের অপর সেমি ফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন লাওস পাচ্ছে কিরগিজস্তানকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে কিরগিজদের ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে উঠেছে লাল-সবুজ জার্সিধারীরা।
আজকের ম্যাচের উপর নির্ভর করছিলো সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কে হচ্ছে। তাজিকিস্তানকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাওস। যার ফলে টানা দুই ম্যাচে হেরে তাজিকিস্তান গ্রুপ পর্ব থেকে বিদায় নিল টুর্নামেন্ট থেকে।
ম্যাচে হ্যাটট্রিক করেছেন ইনথাফোনে। জোড়া গোল করেছেন পি ও বাকী একটি গোল এসেছে চানথিথংয়ের কাছ থেকে।
লাওসের এ জয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে মঙ্গোলিয়া। এ’ গ্রুপের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে মিশন শুরু করেছিল মঙ্গোলিয়া। আবার নিজেদের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়েছে লাওস। গ্রুপ পর্বের দুই ম্যাচে ১১ গোল করেছে লাওস।
গ্রুপ রানার্স আপ হিসেবে মঙ্গোলিয়া পাচ্ছে স্বাগিতক বাংলাদেশকে। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন লাওস পাচ্ছে কিরগিজস্তানকে।
আগামী ২৯ এপ্রিল শেষ দুইয়ের জন্য লড়াই করবে লাওস ও কিরগিজস্তান। ৩০ এপ্রিল মঙ্গোলিয়ার সঙ্গে লড়বে বাংলাদেশ।
সারাবাংলা/জেএইচ
আরও পড়ুন
জেদ থেকেই জ্বলে উঠেছেন এস ৭!
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ
কিরগিজস্তান বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ বাংলাদেশ মঙ্গোলিয়া লাওস