Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড গড়া হলো না নাদালের‍


২৮ এপ্রিল ২০১৯ ১২:৪১

বার্সেলোনা ওপেন জয়ের সুযোগ হাতছাড়া করলেন রাফায়েল নাদাল। সেমিফাইনালে অস্ট্রিয়ান ডমিনিক থিয়েমের কাছে হেরে বিদাই নিতে হয়েছে সাবেক এই বিশ্বসেরাকে।

এ মৌসুমে বার্সেলোনা ওপেন জিততে পারলে নিজের রেকর্ড নিজেই ভাঙতেন নাদাল। সর্বোচ্চ ১১ বার এই শিরোপা নিজের করে নিয়েছে নাদাল। এবার জিতলেই এক ডজন সংখ্যক শিরোপায় স্পর্শ পড়তো নাদালের।

টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন নাদাল। কোয়ার্টারের বাঁধা পার হতে বেগ পেতেও হয়নি স্প্যানিশ এই কিংবদন্তিকে। তবে সেমিতে যে ডমিনিক বাঁধা পেরুতে বেগ পেতে হবে নাদালকে তা অনুমেয়ই ছিল। ৬-৪,৬-৪ সেটে হেরে রেকর্ড গড়ার আগেই বিদাই নিতে হলো এই কিংবদন্তি টেনিস তারকাকে।

সারাবাংলা/এসএ

বার্সেলোনা ওপেন রাফায়েল নাদাল রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর