সেমিতে কৃষ্ণা-স্বপ্নাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা
২৮ এপ্রিল ২০১৯ ১৮:৪৭
টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব–১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনালে নাম লিখিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে লাওস। নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ২-১ গোলের জয় পায় টাইগ্রেসরা। তিন দলের গ্রুপে টানা দুই জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে স্বাগতিকরা। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মঙ্গোলিয়াকেই।
২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে পাঁচ ম্যাচে মোট ২৬ গোল করেছিল কৃষ্ণা রানী সরকার, সিরাত জাহান স্বপ্না, সানজিদা আক্তাররা। ছন্দে থাকলেও মঙ্গোলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালে দলের নির্ভরযোগ্য দুই ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্নাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ যে চারটি গোল করেছে তার দুটি করেছেন কৃষ্ণা আর একটি করেছেন স্বপ্না। বাকি গোলটি করেন সানজিদা আক্তার।
দলের আক্রমণভাগের দুই অভিজ্ঞ খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না সেমিফাইনালে নাও খেলতে পারেন। দুজনই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। ম্যাচের ২৫তম মিনিটে ডান পায়ের হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন স্বপ্না। আর ৭৩তম মিনিটে পাওয়া চোট মাঠ ছাড়েন কৃষ্ণা। স্বপ্নার চোট ডান পায়ের হাঁটুতে। কৃষ্ণার চোট বাম পায়ে।
সেমি-ফাইনাল সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে রোববারের সংবাদ সম্মেলনে দুই ফরোয়ার্ডকে পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানান কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি জানান, স্বপ্না শট নেওয়ার সময় কিরগিজস্তানের গোলরক্ষক ওর পায়ে আঘাত করে এবং তার গায়ের উপর পড়ে যায়। তাতে স্বপ্নার ডান হাঁটুতে আঘাত লাগে। আর প্রতিপক্ষের ডিফেন্ডারের ট্যাকলে আঘাত পান কৃষ্ণা। কৃষ্ণার চেয়ে স্বপ্নার চোট একটু বেশি গুরুতর। তাদের দুজনকে সেমি-ফাইনালে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
কোচ আরও যোগ করেন, কৃষ্ণা-স্বপ্না আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারা খেলতে না পারলেও সমস্যা নেই। আমাদের ভালো মানের বিকল্পও আছে। কার বদলে কাকে নামানো হয়েছে সেটা ম্যাচে বোঝা যায় না। সবাই দুর্দান্ত ফুটবল খেলে নিজেদের সেরাটা বিলিয়ে দেয়।
কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে তারা চোট পেলে তাদের বদলি হিসেবে মাঠে নামেন মারজিয়া ও তহুরা। কোচ গোলাম রব্বানী ছোটন জানান, ‘বদলি হিসেবে নেমে মারজিয়া ও তহুরা দারুণ খেলেছে। আমাদের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী। আশা করি কোনো সমস্যা হবে না।’
দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ-মঙ্গোলিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল সন্ধ্যা ছয়টায়। অপর সেমিফাইনালে লাওসের প্রতিপক্ষ কিরগিজস্তান। সেই ম্যাচটি হবে ২৯ এপ্রিল।
সারাবাংলা/এমআরপি
** ৩ ম্যাচ হাতে রেখে লা লিগায় চ্যাম্পিয়ন বার্সা
কৃষ্ণা বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্ট বাংলাদেশ সেমি ফাইনাল স্বপ্না