উন্মোচিত হলো বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি
২৮ এপ্রিল ২০১৯ ১৯:১২
দেশের দুই ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ও সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। আগামীকাল (২৯ এপ্রিল) থেকে শুরু হবে সিরিজটি। সিরিজে দুই দল একে অপরের বিপক্ষে দুটি করে তিনদিনের ও তিনটি করে একদিনের ম্যাচ খেলবে।
রোববার (২৮ এপ্রিল) বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ট্রফি উন্মোচনের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক রিহাদ খান ও পাকিস্তানের দলপতি উমর ইমান। আর তাদের মধ্যমনি হয়ে ছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
আগামী ২৯ এপ্রিল-১ মে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম তিনদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে ৫-৭ মে দ্বিতীয় ম্যাচ।
এরপর ১০, ১২ এবং ১৫ মে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি