Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মঘাতী গোলে ভারতের মাটিতে হারলো আবাহনী


৩০ এপ্রিল ২০১৯ ২২:০৫

ঢাকা: রক্ষণ দুর্গ সামলে অন্তত পয়েন্ট নিয়ে আসতে চেয়েছিল ঢাকা আবাহনী। সঙ্গে ভিসা জটিলতা কাটিয়ে ভারতে উড়িয়ে নেয়া হলো সানডেকেও। সব মিলে পয়েন্ট পাওয়ার আশা। সেটা আর হলো না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়নদের। আত্মঘাতী গোলে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেন্নাইন এফসির কাছে হারতে হয়েছে আকাশী-হলুদদের।

মঙ্গলবার (৩০ এপ্রিল) এএফসি কাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে আহমেদাবাদে নেমেছিল আবাহনী। পুরো ম্যাচে ভালো খেলা ঢাকা আবাহনী হেরেছে সেই আইসিএল থেকে এএফসির জন্য নেয়া বিদেশি ফুটবলার ওয়েলিংটন প্রিয়রির ভুলে।

বিজ্ঞাপন

ভারতের আহমেদাবাদে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচের মধ্য দিয়ে চেন্নাইনও তাদের তৃতীয় ম্যাচ খেলেছে। অ্যাওয়ে ম্যাচে ১-০ ব্যবধানে হেরেছে ঢাকা আবাহনী।

আবাহনী

ম্যাচে নিজ ক্লাবকে উদ্ভুদ্ধ করতে হাজির অভিষেক বচ্চন। তার সামনে বুক চেতিয়ে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত লড়েছিল মারিও লেমসের শিষ্যরা। ৭৯ মিনিটেই রায়হানকে বোকা বানিয়ে চেন্নাইনের থাপার নেয়া শট ওয়েলিংটনের পায়ে ডিফ্লেক্ট হয়ে বল চলে যায় জালে। বারের সামনে হতবম্ভ হয়ে দাঁড়িয়ে গোলরক্ষক সোহেল। ওই এক গোলেই ম্যাচের ফলও পেয়ে যায় ভারতের দলটি।

রক্ষণটা যে ভালোভাবেই সামলিয়েছিল আবাহনী সেটা ম্যাচের পরিসংখ্যান বলছে। স্বাগতিকরা মাত্র দুবারই আবাহনীর গোল বরাবর শট নিতে পেরেছিল। আবাহনী একটি। শেষ মুহূর্তের গোলটি নাহলে হয়তো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারতো আবাহনী।

আবাহনী

‘ই’ গ্রুপ থেকে লড়েছে দুই দল। এ হারে পয়েন্ট টেবিলের চিত্রও পাল্টে গেছে খানেক। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাইন। একটি করে জয়-হার-ড্র নিয়ে ৪ পয়েন্টে দ্বিতীয় আবাহনী।

এএফসি কাপে টানা তৃতীয়বারের মতো খেলছে আবাহনী। গত দুই আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় আকাশি-নীলরা। সেই হিসেবে এবার দুর্দান্ত পারফরম্যান্স তাদের। নেপালের ক্লাব মানাংয়ের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুরু। সেই ম্যাচটি নেপালের মাটিতেই হয়েছিল। পরের ম্যাচে ঘরের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাঞ্জাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করে আবাহনী।

সারাবাংলা/জেএইচ

এএফসি কাপ চেন্নাইন এফসি ঢাকা আবাহনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর