ছেলেদের সাফ ভারতে, মেয়েদের নেপালে
৩০ এপ্রিল ২০১৯ ২৩:১৪
ঢাকা: দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের বয়সভিত্তিক নারী-পুরুষ ফুটবল টুর্নামেন্টের হোস্ট নির্ধারণ হয়েছে আজ। ছেলেদের অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ হবে ভারতের মাটিতে। অনূর্ধ্ব-১৮ বয়সের হবে নেপালে।
এছাড়া অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপ হতে পারে বাংলাদেশ বা ভুটানে। হোস্ট এখনও চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানা যায়।
নেপালের কাঠমান্ডুতে মঙ্গলবার (৩০ এপ্রিল) সাফের কনগ্রেস বৈঠক শেষে এ সিদ্ধান্তগুলো নেয়া হয়। এসময় সাফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন ও সাধারণ সম্পাদক আনোয়ারুল আল হেলাল সহ সাত দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া এএফসিতে সাফের প্রতিনিধি হিসেবে থাকবেন লঙ্কান ফুটবল ফেডারেশন সভাপতি আনুরা ডি সিলভা।
সারাবাংলা/জেএইচ