Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে ছাড়াই উড়াল দিলো টাইগাররা


১ মে ২০১৯ ১০:৩০ | আপডেট: ১ মে ২০১৯ ১১:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিক

বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিশনে যাওয়ার পথেও দলের সঙ্গে নেই তিনি। বুধবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সতীর্থরা আয়ারল্যান্ড ও বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা হলেও, তিনি স্ব-পরিবারে যাচ্ছেন আজ সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।

বিশ্বকাপও আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৯ সদস্যের দলের মধ্যে এই বহরে যাচ্ছেন ১৭ জন। এর আগে গতকাল রাতেই আয়ারল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন ফরহাদ রেজা।

তামিম

বাংলাদেশ, উইন্ডিজ এবং স্বাগতিক আয়ারল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে টিম টাইগার। বিশ্বকাপের আগে এই সিরিজই বাংলাদেশের শেষ প্রস্তুতি সিরিজ। ৭ মে ডাবলিনে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের আয়ারল্যান্ড সফর।
এরপর ৯ মে আয়ারল্যান্ড, ১৩ মে উইন্ডিজ এবং ১৫ মে আয়ারল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশ। আর ভাল করতে পারলে ১৭ মে খেলবে ফাইনাল।

বিজ্ঞাপন

সৌম্য

এরপরেই বাংলাদেশ দল পাড়ি জমাবে বিশ্বকাপ মিশনকে সামনে রেখে ইংল্যান্ডে। ২৬ তারিখ কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করবে টাইগাররা। আর ২৮ মে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে মাশরাফিরা।

মোস্তাফিজুর

বিশ্বকাপ ৩০ মে থেকে শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ২রা জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৫ জুন টাইগাররা লড়বে কিউইদের বিপক্ষে, ৮ তারিখ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে, ১১ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে, ১৭ তারিখ উইন্ডিজের বিপক্ষে, ২০ তারিখ অজিদের বিপক্ষে, ২৪ তারিখ আফগানিস্তান, ২রা জুলাই ভারতের বিপক্ষে এবং ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সাইফউদ্দীন

আর প্রথম পর্ব উৎরাতে পারলে ৯ই জুলাই থেকে শুরু হওয়া সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। আপাতত আয়ারল্যান্ড সফরের দিকেই নজর টাইগারদের।

সারাবাংলা/এমআরএফ/এসএস

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর