Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবারেই ফাইনালে লাওসের মুখোমুখি মেয়েরা


১ মে ২০১৯ ১৬:০৯

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল পেছানো হয়েছিল একদিন। শুক্রবারের (৩ মে) পরিবর্তে ফাইনাল ম্যাচটি হবে শনিবার (৪ মে) এমন ঘোষণা দেওয়া হয়েছিল। সেদিন মাঠে বসে খেলা দেখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, আবারো দিন বদল হয়েছে ফাইনালের। আগের সূচি অনুযায়ী শুক্রবারেই (৩ মে) হবে ফাইনাল ম্যাচটি।

দ্বিতীয় সেমি ফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম সেমি ফাইনালে কিরগিজস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপের ফাইনালে উঠেছে লাওস।

বিজ্ঞাপন

ফাইনাল দেখার পাশাপাশি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে, দশ দিনের ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই স্বাভাবিকভাবেই ফাইনালে থাকতে পারছেন না তিনি। এ কারণে আগের সূচিতে ফিরিয়ে আনা হয়েছে ফাইনাল ম্যাচটি।

শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৬ টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি আরও জানান, পূর্ব নির্ধারিত শুক্রবারেই হবে ফাইনাল, সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

ছয় জাতির আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হয়েছে ২২ এপ্রিল। বাংলাদেশসহ নারীদের নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অংশ নেয় আরও পাঁচটি দল- মঙ্গোলিয়া, লাওস, তাজিকিস্তান, কিরগিজস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

ফাইনাল বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ বাংলাদেশ লাওস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর