Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেষ ভালোটা’ করতে পারল ভারত


২৭ জানুয়ারি ২০১৮ ২২:০৮

সারাবাংলা ডেস্ক

শেষ টেস্ট জিতলে ধবলধোলাইয়ের হাত থেকে রক্ষা পাবে ভারত, আর অন্যদিকে তিন ম্যাচ টেস্ট সিরিজের আগের দুই ম্যাচ জিতেই সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের লক্ষ্যে মাঠে নেমে শেষ ম্যাচে ভারতের কাছে ৬৩ রানে হারতে হলো স্বাগতিকদের।

ভারতের ছুঁড়ে দেয়া ২৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ টেস্ট জিতে হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেল ভারত। ২-১ এ সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে ১৮৭ রানে ভারতের অলআউট পর মাঠে নামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। নিজেদের মাঠে ১৯৪ রানেই অলআউট হতে হয় তাদের।

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোহলি, রাহানে আর ভুবনেশ্বরদের ব্যাটে ২৪৭ রান করে ভারত। জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৫ রানেই প্রথম উইকেট হারায় ক্যারিবয়ানরা। এরপর এলগার ও হাশিম আমলার ব্যাটে অনেকটা এগিয়ে গেলেও দলীয় ১২৪ রানের মাথায় হাশিম আমলা আউট হলে একেরপর এক সাজঘরে ফিরতে থাকে ব্যাটসম্যানরা। একপাশে থেকে এলগার ব্যাট হাতে ম্যাচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেনি। হাশিম আমলা আউট হওয়ার পর এলগারের অপরাজিত ৮৬ রানের সাথে বাকি সবাই মিলে যোগ করে মাত্র ২২ রান। ১৭৭ রানেই তাদের ইনিংস থেমে গেলে ৬৩ রানে জয় তুলে নেয় কোহলিরা।

ভারতের পক্ষে মোহাম্মদ সামি নেন ৫ উইকেট। বুমরাহ ও শর্মা নেন দুটি করে উইকেট। ভুবনেশ্বর নেন বাকি উইকেটটি।

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর