Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার ফাইনালে ছাত্র-ছাত্রীদের জন্য টিকিট ফ্রি!


২ মে ২০১৯ ১৮:৩৪

ঢাকা: দেশের মাটিতে মেয়েদের নিয়ে বড় টুর্নামেন্ট। সেই বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের ফাইনালে বাংলাদেশ। রাত পোহালেই শুক্রবার (০৩ মে) ফাইনাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। লাল-সবুজের প্রতিনিধিদের দুর্দান্ত ফুটবল না দেখে উপায় আছে!

দর্শকে গ্যালারি প্রকম্পিত হবে। ‘বাংলাদেশ বাংলাদেশ’ প্রতিধ্বনিতে উত্তপ্ত হবে স্টেডিয়াম। সেই সুযোগটা কোনও অর্থ ব্যয় না করেই হাতে পাচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। তাদের জন্য টিকিট ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিজ্ঞাপন

লাওসের সঙ্গে বাংলাদেশের ম্যাচ সন্ধ্যা ৬টায়। তার আগে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে হবে মতিঝিলস্থ বাফুফে ভবন থেকে।

এছাড়া আগের মতোই সাধারণ দর্শকদের টিকিট মূল্য অপরিবর্তীত আছে। গ্যালারি টিকিটের মূল্য ৫০ টাকা। ভিআইপির দুই শ’ টাকা।

ফাইনাল খেলার ভিআইপি টিকেটের মূল্য ২০০/- (দুইশত) টাকা এবং গ্যালারী টিকেটের মূল্য ৫০/- (পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে। ফাইনাল খেলা উপভোগে আগ্রহী স্কুলের ছাত্র-ছাত্রীদের মতিঝিলস্থ বাফুফে ভবনে উপস্থিত হয়ে বিনা মূল্যে টিকেট সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

সারাবাংলা/জেএইচ

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ বাংলাদেশ লাওস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর