Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়িতে ডাকাতের হানা, জয়টাও উপভোগ করতে পারলেন না আর্থার!


৩ মে ২০১৯ ১৩:০৯ | আপডেট: ৩ মে ২০১৯ ১৩:২১

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে লিভারপুলকে আতিথ্য দেয় বার্সেলোনা। আর ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। তবে তিন মৌসুম পর সেমিফাইনাল খেলা বার্সার জয় উপভোগ করতে পারছেন না কাতালান মিডফিল্ডার আর্থার মেলো।

ক্যাম্প ন্যুতে ম্যাচ চলাকালীন সময়ে আর্থার মেলোর বাড়িতে ডাকাতরা হানা দেয়। তার বাড়ি থেকে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এসময়। আর্থারের ভাই সে সময় বাড়িতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ডাকাতরা জানালা ভেঙে ঢুকে পড়ে ঘরের ভেতরে। স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে বেশ কয়েকজন ছিলেন ডাকাত দলে। এসময় তারা আর্থারের ভাইয়ের গলায় স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করার হুমকি দিয়ে ঘর ডাকাতি করে।

এর আগে আরেক ব্রাজিলিয়ান ফিলিপ কুতিনহো এবং কেভিন প্রিন্স বোয়েতিং এর বাড়িও ডাকাতির শিকার হয়েছিল।
তবে আর্থারের ভাই এবং পরিবারের সদস্যরা অক্ষত আছেন বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

সারাবাংলা/এসএস

আর্থার মেলো ডাকাতি বার্সেলোনা ব্রাজিলিয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর