লাওসও চেয়েছিল ম্যাচটা মাঠে গড়াক!
৩ মে ২০১৯ ২০:০১
ঢাকা: পুরো টুর্নামেন্টে ১৮ গোল দিয়ে ফ্যাভারিটে তালিকায় উঠে এসেছে লাওস। শিরোপার জন্য হারাতে হবে বাংলাদেশকে। সেই হিসেব করেই নির্ধারিত সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাজঘরে উপস্থিত লাওস। এর মধ্যেই শেষ মুহূর্তে ঘোষণা আসলো ম্যাচ বাতিল। যুগ্মভাবে চ্যাম্পিয়ন লাওস ও বাংলাদেশ।
তখনও বৃষ্টি থেমে গেছে। ম্যাচ শুরুর অপেক্ষা শুধু। গ্যালারিতেও বৈরি আবহাওয়ার মধ্যে হাজারের বেশি দর্শক। মাঠের বাইরেও একই দৃশ্য। শুধু মাঠেই গড়ালো না বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্টের কাঙ্খিত ফাইনালটি।
ম্যাচ না গড়ায় অবশ্য আক্ষেপ লাওসের। দলের ম্যানেজার গাল্দানাসুক টুভসিনবায়ার বলেন, ‘ম্যাচ খেলার যোগ্য ছিল আবহাওয়া। আমরা প্রস্তুত ছিলাম।’
‘তবে আয়োজকদের সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা করি।’
সিদ্ধান্ত হলো ম্যাচ বাতিল করে দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা। লাওসের কথা, ‘হারি-জিতি ম্যাচের মধ্য দিয়ে একটা রেজাল্ট আসলে ভালো লাগতো।’
সারাবাংলা/জেএইচ
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ বাংলাদেশ লাওস