Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টস জিতে আইরিশদের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত


৫ মে ২০১৯ ১৫:২৭

শুরু হয়ে গেল ওয়ালটন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। যেখানে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক আইরিশ এবং উইন্ডিজ। রোববার (৫ মে) ডাবলিনে টস জিতে আয়ারল্যান্ড দলপতি উইলিয়াম পোর্টারফিল্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ৩০ মে থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ডে টাইগাররা খেলতে নামবে ত্রিদেশীয় এই সিরিজটি। এই সিরিজকে সামনে রেখে শনিবার (৪ মে) ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচনে ছিলেন আইরিশ দলপতি উইলিয়াম পোর্টারফিল্ড, উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার এবং টাইগার দলপতি মাশরাফি বিন মোর্তজা।

বিজ্ঞাপন

ডাবল লিগ পর্বে একটি দল দুটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা দুটি দল খেলবে ফাইনালে। ১৭ মে হবে ফাইনাল।

দেশের জনপ্রিয় চ্যানেল গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি) সরাসরি সম্প্রচার করবে সিরিজের সবগুলো ম্যাচ। জিটিভি ছাড়াও র‌্যাবিটহোল স্পোর্টস এর ইউটিউব চ্যানেলে সিরিজটি উপভোগ করতে পারবেন দেশের বাইরের দর্শকরা। দেশের ভেতরে দেখা যাবে র‌্যাবিটহোল এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে। এছাড়া, ম্যাচ পরবর্তী হাইলাইটস তো থাকছেই, দেশ ও দেশের বাইরে থেকে সেটি দেখা যাবে র‌্যাবিটহোল স্পোর্টস এর ইউটিউব চ্যানেলে। আর খেলার প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করবে অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলা.নেট।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, সেলডন কর্টেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস, আশলে নার্স, রোস্টন চেজ ও জোনাথন কার্টার।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ড একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবার্নি, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, টিম মুরতাগ, কেভিন ও’ব্রায়েন, পল স্টার্লিং, লর্কান টাকার এবং গ্যারি উইলসন।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:
৫ মে: আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ক্লোনটার্ফ
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ, ক্লোনটার্ফ
৯ মে: আয়ারল্যান্ড-বাংলাদেশ, মালাহাইড
১১ মে- আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, মালাহাইড
১৩ মে- ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ, মালাহাইড
১৫ মে- আয়ারল্যান্ড-বাংলাদেশ, ক্লোনটার্ফ

১৭ মে- ফাইনাল, মালাহাইড

সারাবাংলা/এমআরপি

আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর