আবারও ভারত মাতাতে যাচ্ছেন সাবিনা
৬ মে ২০১৯ ১৬:০৪ | আপডেট: ৬ মে ২০১৯ ১৬:০৫
ঢাকা: এক দুয়ার বন্ধ হলেও আরেক দুয়ার খুলেছে দেশ সেরা ফুটবলার সাবিনা খাতুনের। চাইনিজ তাইপের প্রিমিয়ার লিগে খেলতে পারেননি ভিসার কারণে। যে কারণে ভারতের দল সেথু এফসিকেও ‘না’ করতে হয়েছিল সাতক্ষীরার ফুটবলারকে। অবশেষে দুয়ার খুলেছে।
ভারতের আরেক ক্লাব গকুলাম কেরালার হয়ে খেলতে যাচ্ছেন সাবিনা। আজ সন্ধ্যার ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন এই মালদ্বীপ-ভারত কাপানো সাবিনা।
ইন্ডিয়ান উইমেন্স লিগের তৃতীয় আসরে গকুলাম কেরালার জার্সি গায়ে মাঠ মাতাতে নামবেন তিনি। এর আগে সেথু এএফসির হয়ে এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলেছিলেন সাবিনা। টুর্নামেন্টজুড়ে পাঁচ ম্যাচে ৬ গোল করে সেথু এফসিকে সেমি ফাইনালে তুলেছিলেন দেশের এই স্ট্রাইকার। তার সঙ্গে একই দলে খেলেছেন আরেক তারকা ফুটবলার কৃষ্ণা রাণী সরকার।
আন্তর্জাতিক ফুটবলে লাল-সবুজ জার্সি পড়ে তিনি বল জালে পাঠিয়েছেন ১৯ বার। দেশের ফুটবল ইতিহাসে যা সর্বোচ্চ। সর্বোচ্চ বলতে নারী-পুরুষ উভয়কে বোঝানো হয়েছে। বয়সভিত্তিক, ঘরোয়া ফুটবল-ক্লাব, ফুটসাল বা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বলেন সব মিলিয়ে সাবিনার ক্যারিয়ার গোলসংখ্যা কত জানেন? ১১৪ ম্যাচে ৩২৪! এমনি এমনি তো তাকে ‘বাংলার মেসি’ বলা হয়না।
সারাবাংলা/জেএইচ
আরও পড়ুন
পারেন নি সাবিনা, পারলো না সেথুও