Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিএসজিতে এসেছি ইতিহাস তৈরি করতে’


২৮ জানুয়ারি ২০১৮ ১৫:৩৫

সারাবাংলা ডেস্ক

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে নাকি আফসোস করেছিলেন নেইমার। পিএসজির সতীর্থদের সঙ্গেও নাকি খুব একটা মানিয়ে নিতে পারেননি ব্রাজিল এই আইকন। সম্প্রতি গুঞ্জন উঠে, নেইমার পিএসজি ছেড়ে অন্য কোথাও পাড়ি দেবেন। তবে, ব্রাজিল সুপারস্টার নিজেই জানালেন, ‘পিএসজিতে এসেছি ইতিহাস তৈরি করতে, ছেড়ে যাবার জন্য না।’

পিএসজিতে যোগ দেওয়ার পর উরুগুয়ের তারকা এডিনসন কাভানির সঙ্গে মাঠে ঝগড়া বাধিয়ে বসেন নেইমার। আর্জেন্টিনার তারকা ডি মারিয়ার সঙ্গেও সম্পর্কটা খুব একটা ভালো পর্যায়ে নিতে পারেননি তিনি।

নেইমার পিএসজিতে যোগ দেওয়ার পরই দলটিতে অন্তর্কোন্দল সৃষ্টি হয়েছে, আবারো স্প্যানিশ ফুটবল লিগে ফিরবেন বার্সার সাবেক এ তারকা এমন কথাও শোনা যায়। আগ বাড়িয়ে অনেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, পুরনো ক্লাব বার্সায় নয়, রিয়াল মাদ্রিদের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন নেইমার। আরও জানা যায়, নেইমারের বিষযয়ে কথা বলতে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেনতিনো পেরেজের সাথে কথাও বলেছেন তার বাবা। ফ্রান্সে দৈনন্দিন জীবন নিয়ে মোটেও খুশি নন তিনি। এছাড়া দলের মধ্যে সতীর্থদের সাথে ঝামেলার পাশাপাশি কোচের সাথে ঝামেলাও আছে।

এদিকে, পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি জানান, নেইমার পিএসজিতেই খুশি আছেন। ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে একমত ব্রাজিল তারকা, ‘আমি খুশি এখানে। এখানে আমি ইতিহাস তৈরি করতে এসেছি, চলে যেতে নয়। যখন বার্সায় ছিলাম তখনও ভেবেছি সেখানে থাকবো। প্রয়োজন হয়েছে এখানে এসেছি।’

দলবদলের বাজারে ক্লাব ছেড়ে চলে যাবার ব্যাপারে কিছু না বললেও নেইমার যোগ করেন, ‘প্রতিটি দলবদলের মৌসুমে আমার নামটা থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। আমার নামটা আগেভাগেই থাকছে। তবে, আপাতত সে রকম কিছু ঘটছে না। ক্লাবের জার্সিতে জয় পাচ্ছি আর সেটা উপভোগ করতে চাই। পেনাল্টি শট নিয়ে যে আলোচনা সেটাও কমে এসেছে। কোচের চাওয়াতেই আমি পেনাল্টি নিচ্ছি, তাতে কাভানিও খুশি। আমার দায়িত্ব আমাকে ভাবায়, অন্য কিছু নয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর