Wednesday 09 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডের প্রতিশোধ টি-টোয়েন্টিতে


২৮ জানুয়ারি ২০১৮ ১৫:৪৮

সারাবাংলা ডেস্ক

ওয়ানডেতে ধবলধোলাইয়ের শিকার হলেও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৮ রানের জয় নিয়ে সিরিজে সমতা এনেছিল পাকিস্তান। রোববার (২৮ জানুয়ারি) সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ১৮ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান। এই জয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠলো পাকিস্তান।

বিজ্ঞাপন

শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ১৮১ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হাতে রেখেও ১৬৩ রানেই থামতে হয় স্বাগতিকদের।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩২ রানে ফাহিম আশরাফের বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে কেন উইলিয়ামসন বিদায় নেন ব্যক্তিগত ৯ রানে। এরপর মার্টিন গাপটিল এবং আনারু কিচেন দলের হাল ধরলেও ৪ রানের ব্যবধানেই শাদাব খানের বলে সাজঘরে ফেরেন দুজন। দুই চার ও চারটি ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন গাপটিল, কিচেন ফিরে যান ১৬ রানে।

দলীয় ৮৯ রানের মাথায় গ্র্যান্ডহোমকে ১ রানে আউট করলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই চলে আসে পাকিস্তানের হাতে। এরপর টম ব্রুস ২২, রস টেলর ১১ বলে ২৫ রান ও স্যান্টনারের অপরাজিত ১২ বলে ২৪ রানেও জয়ের দেখা মেলেনি স্বাগতিকদের।

পাকিস্তানের শাদাব খান ২টি উইকেট দখল করেন। আমির ইয়ামিন, রুম্মন রইস, মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ ১ টি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংসটি খেলেন ফখর জামান। ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় সাজিয়েছিলেন তার ইনিংসটি। এছাড়াও সরফরাজ আহমেদ ২৯, উমর আমিন ২১, হারিস সোহেল অপরাজিত ২০ রান করেন।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের ইস সোধি, মিচেল স্যান্টনার দুটি করে উইকেট পান। কোলিন ডি গ্র্যান্ডহোম ও ট্রেন্ট বোল্ট ১টি করে উইকেট নেন।

সারাবাংলা/এসএন/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর