টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজরা, টাইগাররা বোলিংয়ে
৭ মে ২০১৯ ১৫:২২
বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজকে নিজেদের প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার (৭ মে) ডাবলিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে উড়িয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়ানরা জিতেছে ১৯৬ রানের বিশাল ব্যবধানে। আছে ওপেনিং জুটিতে শাই হোপ-জন ক্যাম্পবেলের বিশ্বরেকর্ড। তাদের হাত ধরে ক্রিকেট বিশ্ব প্রথমবারের মতো দেখেছে ওয়ানডেতে দুই ওপেনারের দেড়শ ছোঁয়া ইনিংস। তাদের জুটি ছিল রেকর্ড গড়া ৩৬৫ রানের।
এদিকে, আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮৮ রানের ব্যবধানে। কাজেই বলার অপেক্ষাই থাকছে না, মূল লড়াইয়ে আরো সতর্ক ও আটঘাট বেধেই মাশরাফিদের নামতে হচ্ছে। এই ম্যাচে নেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার জন ক্যাম্পবেল। তার জায়গায় অভিষেক হচ্ছে শেন ডরউইচের।
দেশের জনপ্রিয় চ্যানেল গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি) সরাসরি সম্প্রচার করবে সিরিজের সবগুলো ম্যাচ। জিটিভি ছাড়াও র্যাবিটহোল স্পোর্টস এর ইউটিউব চ্যানেলে সিরিজটি উপভোগ করতে পারবেন দেশের বাইরের দর্শকরা। দেশের ভেতরে দেখা যাবে র্যাবিটহোল এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে। এছাড়া, ম্যাচ পরবর্তী হাইলাইটস তো থাকছেই, দেশ ও দেশের বাইরে থেকে সেটি দেখা যাবে র্যাবিটহোল স্পোর্টস এর ইউটিউব চ্যানেলে। আর খেলার প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করবে অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলা.নেট।
উইন্ডিজ একাদশ: শেন ডরউইচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, অ্যাশলে নার্শ, জেসন হোল্ডার, কেমার রোচ, শেলডন কটরেল এবং শ্যানন গ্যাব্রিয়েল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
সারাবাংলা/এমআরপি