Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের টার্গেট ২৬২


৭ মে ২০১৯ ১৮:৩৩

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ক্যারিবীয়ানরা তুলেছে ২৬১ রান। জয়ের জন্য টাইগার ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের লাইভ স্কোর জানতে ক্লিক করুন এই লিঙ্কে: সারাবাংলা লাইভ স্কোর

দেশের জনপ্রিয় চ্যানেল গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি) সরাসরি সম্প্রচার করবে সিরিজের সবগুলো ম্যাচ। জিটিভি ছাড়াও র‌্যাবিটহোল স্পোর্টস এর ইউটিউব চ্যানেলে সিরিজটি উপভোগ করতে পারবেন দেশের বাইরের দর্শকরা। দেশের ভেতরে দেখা যাবে র‌্যাবিটহোল এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে। এছাড়া, ম্যাচ পরবর্তী হাইলাইটস তো থাকছেই, দেশ ও দেশের বাইরে থেকে সেটি দেখা যাবে র‌্যাবিটহোল স্পোর্টস এর ইউটিউব চ্যানেলে। আর খেলার প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করবে অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলা.নেট।

মঙ্গলবার (৭ মে) ডাবলিনে ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। বাংলাদেশের হয়ে প্রথম ওভারটি করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর বল করেছেন মাশরাফি, মোস্তাফিজরা। ম্যাচের ১৪তম ওভারে দলপতি মাশরাফি সাকিবের হাতে বল তুলে দেন। তার আগে ১৩ ওভারে বিনা উইকেটে উইন্ডিজরা তুলে ফেলে ৭২ রান। আক্রমণে এসে নিজের প্রথম ওভারের শেষ বলে এক রান দেন সাকিব। ১৭তম ওভারে মিরাজকে আক্রমণে আনেন ম্যাশ। দলপতির আস্থার প্রতিদান দিয়েছেন এই স্পিনার।

ইনিংসের ১৭তম ওভারে মিরাজ ফিরিয়ে দেন ওপেনার সুনীল অ্যামব্রিসকে। মাহমুদউল্লাহর হাতে ধরা পড়ার আগে এই ক্যারিবীয়ান ওপেনার করেন ৩৮ রান। ৫০ বলে চারটি বাউন্ডারিতে তিনি এই ইনিংস সাজান। দলীয় ৮৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় উইন্ডিজ। স্কোরবোর্ডে ১ রান যোগ হতেই সাকিব ফিরিয়ে দেন  তিন নম্বরে নামা ড্যারেন ব্রাভোকে। উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে তিনি করেন ১ রান। প্রথম দিকে মাশরাফি, মাঝে সাকিব, এরপর মিরাজকে হতাশ হতে হয়। উইকেটের পেছনে থেকে বেশ কয়েকটি ক্যাচ, স্ট্যাম্পিং মিস করেন মুশফিক। যদিও সেগুলো সহজ ছিল না।

বিজ্ঞাপন

ইনিংসের ৪১তম ওভারে মাশরাফি বিদায় করেন রোস্টন চেজকে। মোস্তাফিজের হাতে ধরা পড়ার আগে ৬২ বলে দুটি চার আর একটি ছক্কায় চেজ করেন ৫১ রান। দলীয় ২০৫ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় উইন্ডিজ।

ওপেনার শাই হোপ ১০৯ রানে বিদায় নেন মাশরাফির শিকারে। আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭০ রান করেছিলেন শাই হোপ। ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন হোপ। গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষেও টানা দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি। ঢাকায় অপরাজিত ১৪৬ রানের পর সিলেটে করেছিলেন অপরাজিত ১০৮ রান। মোহাম্মদ মিঠুনের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরার আগে উইন্ডিজ এই ওপেনার ১৩২ বলে ১১টি চার আর একটি ছক্কায় তার ইনিংসটি সাজান।

নিজের শেষ ওভারে মাশরাফি শাই হোপকে ফিরিয়ে দেওয়ার পর একই ওভারে উইন্ডিজ দলপতি জেসন হোল্ডারকেও (৪) বিদায় করেন ম্যাশ। ৪৫তম ওভারে নিজের প্রথম উইকেট পান সাইফউদ্দিন, ফিরিয়ে দেন অভিষিক্ত শেন ডরউইচকে। ৪৮তম ওভারে মোস্তাফিজ নিজের প্রথম উইকেটটি পান। ফিজ ফিরিয়ে দেন জোনাথন কার্টারকে। সাকিবের দুর্দান্ত এক ক্যাচে বিদায়ের আগে কার্টার করেন ১১ রান। ৪৯তম ওভারে সাইফ বোল্ড করেন কেমার রোচকে (১)। শেষ ওভারে মোস্তাফিজ বিদায় করেন ১৯ রান করা অ্যাশলে নার্শকে।

মিরাজ ১০ ওভারে ৩৮ রান খরচায় তুলে নেন একটি উইকেট। সাইফউদ্দিন ১০ ওভারে ৪৭ রানে দুটি উইকেট পান। ১০ ওভারে ৪৯ রান দিয়ে তিনটি উইকেট নেন মাশরাফি। ১০ ওভারে ৩৩ রান দিয়ে সাকিব পান একটি উইকেট। মোস্তাফিজ ১০ ওভারে ৮৪ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে উড়িয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়ানরা জিতেছে ১৯৬ রানের বিশাল ব্যবধানে। আছে ওপেনিং জুটিতে শাই হোপ-জন ক্যাম্পবেলের বিশ্বরেকর্ড। তাদের হাত ধরে ক্রিকেট বিশ্ব প্রথমবারের মতো দেখেছে ওয়ানডেতে দুই ওপেনারের দেড়শ ছোঁয়া ইনিংস। তাদের জুটি ছিল রেকর্ড গড়া ৩৬৫ রানের।

বিজ্ঞাপন

এদিকে, আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮৮ রানের ব্যবধানে। এই ম্যাচে নেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার জন ক্যাম্পবেল। তার জায়গায় অভিষেক হয় শেন ডরউইচের।

উইন্ডিজ একাদশ: শেন ডরউইচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, অ্যাশলে নার্শ, জেসন হোল্ডার, কেমার রোচ, শেলডন কটরেল এবং শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সারাবাংলা/এমআরপি

** টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজরা, টাইগাররা বোলিংয়ে

ওয়েস্ট ইন্ডিজ টাইগার ত্রিদেশীয় সিরিজ ফিল্ডিং বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর