Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দায়িত্ব নিয়েই হকিকে মাঠে নামানোর আশ্বাস


৮ মে ২০১৯ ২১:১৭

ঢাকা: দীর্ঘ ১৩ বছর পর ভোটের নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্বের বদল এলো হকিতে। ২৯ এপ্রিল ব্যালটযুদ্ধে জয়ীরা আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলো একরাশ আশ্বাস দিয়ে। নির্বাচনের আগে যে ইশতেহার ছিল সেখানেও হকিকে পুনোরুজ্জ্বীবিত করতে বিভিন্ন উদ্যোগের কথা বলা হয়েছে। সেগুলো বাস্তবে পরিণত করার আশ্বাস এলো ‘বাঁচাও হকি’ পরিষদ থেকে বাংলাদেশ হকি ফেডারেশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ থেকে।

বিজ্ঞাপন

আজ বুধবারের দিন গেল দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে। বাহফের প্রাঙ্গণ তাই সরব হলো অনেকদিন পর। হকির বারান্দা আজ সচল ছিল কর্মীদের পদচারণায়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ছিলেন বাহফে সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ,
সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, সাজেদ এ এ আদেল, ড. মাহফুজুর রহমান, জাকি আহম্মেদ ও মোহাম্মদ ইউসুফ আলীসহ সংশ্লিষ্টরা।

দায়িত্ব পর্ব সেড়েই হকিকে মাঠে নামানোর পরিকল্পনায় নেমে পড়েছেন কর্মকর্তারা। গত সাত মাস থেকে মাঠে নেই হকি। আপাতত হকিকে মাঠে নামানোর চিন্তা বাহফে কর্মকর্তাদের।

সামনের পরিকল্পনা নিয়ে বাহফের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ বলেন, ‘সর্বপ্রথম এজিএম করে কিছু সংশোধনী এনে বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করবো। পাশাপাশি আগামী বছর (২০২০ সাল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী রয়েছে সেই উপলক্ষ্যে আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।‘

দ্বিতীয় বিভাগ হকি লিগসহ বিভাগীয় পর্যায়ে লিগ করার পরিকল্পনাও করছে বাহফের কর্মকর্তারা। সাঈদ জানান, ঢাকায় ক্লাবগুলোকে নিয়ে টুর্নামেন্ট করতে চাই। দ্বিতীয় বিভাগ, বিভাগীয় পর্যায়ে হকি টুর্নামেন্ট, নারী হকি নিয়েও পরিকল্পনা করছি।

আগামী এক সপ্তাহের মধ্যেই সিনিয়র টিমকে ডাক দেয়া হবে বলে জানান তিনি। এছাড়া ব্যাংককে ইনডোর এশিয়া কাপের জন্য প্রস্তুতির ক্যাম্পও শুরু হবে শিগগিরই বলে জানান তিনি।

সারাবাংলা/জেএইচ

বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) বাহফে মমিনুল হক সাঈদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর