এককে হতাশ সানা-রুবেল, দলগতে পদকের সুযোগ
৯ মে ২০১৯ ১৮:১১
চায়নায় আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ এর ইলিমিনেশন রাউন্ডে পুরুষ এককে হতাশ হয়েছেন সম্ভাবনাময় হাকিম আহমেদ রুবেল ও রুমান সানা। দু’জনই শেষ ষোল থেকে বিদায় নিয়েছেন আজকে। তবে এককে হতাশার দিনে দলগতে পদকের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
রিকার্ভ পুরুষ দলগতভাবে টুর্নামেন্টের তৃতীয় নির্ধারণী বা ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচ খেলবে শুক্রবার বাংলাদেশ।
৩য় দিনে আর্চারি ওয়ার্ল্ড কাপ ২০১৯, স্টেজ-২’ এর ইলিমিনেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশ আর্চারি দলের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ১/১৬ খেলায় কোরিয়ার ‘লি সিনজিয়ান’ এর নিকট ৭-৩ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হন। ১/১৬ খেলায় মো: রুমান সানা নেদারল্যান্ডের ‘ভ্যান ডেন বার্গ জেফ’ এর নিকট ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হন।
রিকার্ভ পুরুষ দলগতভাবে ১/৮ খেলায় বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো: রুমান সানা ও মোহাম্মদ তামিমুল ইসলাম) ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে নেদারল্যান্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে ভারতকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।
সেমি-ফাইনালে বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে তুরস্কের নিকট পরাজিত হয়। বাংলাদেশ আর্চারি দল কোরিয়ার সাথে ব্রোঞ্জ মেডেল ম্যাচ খেলবে।
সারাবাংলা/জেএইচ