Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এএফসি কাপে ২ কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ


৯ মে ২০১৯ ২০:০০

ঢাকা: দেশের ফুটবল সমর্থকদের মনে আছে নিশ্চয়ই। কাতারকে ২-০ গোল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। সেটা এএফসি কাপের অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ছিল। দুই বছর পর সেই কাতারকেই পেল বাংলাদেশ।

এশিয়ার সর্বোচ্চ ফুটবল সংস্থা এএফসির তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার (৯ মে) অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ড্র হয়ে গেল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই ড্রয়ে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হোস্ট দল কাতার, ইয়েমেন ও ভুটানকে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টটি আগামী ১৪ হতে ২২ সেম্পেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে এএফসির অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। বাংলাদেশ অ-১৯ ফুটবল দল লড়াই করবে ‘ই’ গ্রুপে থাকা জর্ডান, বাহরাইন ও ভুটানের সঙ্গে।

প্রতিযোগিতাটি আগামী ২ হতে ১০ নভেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত বাহরাইনে অনুষ্ঠিত হবে।

তাছাড়া থাইল্যান্ডে বাংলাদেশের মেয়েদের সামনে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জতো আছেই। ৮ দলের মধ্যে চূড়ান্ত দুই দলই টিকিট পাবে ভারতে ২০২০ সালে বিশ্বকাপে।

সারাবাংলা/জেএইচ

এএফসি কাপ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর